বাংলার মুকেশের আইপিএল নিলামে রেকর্ড, সাড়ে পাঁচ কোটি টাকায় গেলেন দিল্লি ক্যাপিটালস দলে

Last Updated:

Bengal pacer Mukesh Kumar gets 5 crores 50 lakhs in IPL auction and joins Delhi capitals. বাংলার মুকেশের আইপিএল নিলামে রেকর্ড, সাড়ে পাঁচ কোটি টাকায় গেলেন দিল্লি ক্যাপিটালস দলে

আইপিএল নিলামে বাংলার মুখ উজ্জ্বল করলেন মুকেশ কুমার
আইপিএল নিলামে বাংলার মুখ উজ্জ্বল করলেন মুকেশ কুমার
#কোচি: শাহবাজ আহমেদ ও আকাশদীপ সিং। শাহরুখ খানের কলকাতা টিমে কেন বাঙালি ক্রিকেটারদের নেয় না? এই বিতর্ক আরও একবার উস্কে দিল শাহবাজ-আকাশের পারফরম্যান্স। এবার সেই দলেই নাম লেখালেন বাংলার মুকেশ কুমার। বাংলার পেসারকে সাড়ে পাঁচ কোটি টাকায় দলে নিল দিল্লি ক্যাপিটালস।দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের টিমে নির্বাচিত হয়েছিলেন।
গত দুই-তিন মরশুম ধরে ধারাবাহিকভাবে ভাল বোলিং করে গিয়েছেন। রনজিতে বাংলার ফাইনাল-সেমিফাইনাল খেলার পিছনে তাঁর ভালরকম অবদান রয়েছে। আর সবকিছু ঠিকঠাক চললে মুকেশ কুমারকে (Mukesh Kuman) এবার টেস্ট টিমে দেখা যেতে পারে। বোর্ড সূত্রে অন্তত তেমনই খবর। নির্বাচকদের নজরে ভালরকমভাবে চলে এসেছেন বাংলার তরুণ এই পেসার।
নিউজিল‌্যান্ড এ-র বিরুদ্ধে গোটা সিরিজেই দারুণ বোলিং করেছেন। সিরিজে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন বঙ্গ পেসার। বাংলাদেশ সফরেই মুকেশের কাছে সুযোগটা চলে আসতে পারে। যদিও পরে মুকেশকে নেওয়া হয়নি বাংলাদেশ সফরে। ছেলের একটা সময় হাড়ের রোগে ক্রিকেট কেরিয়ারই ঘোরতর অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল, যে ছেলের একটা সময় একজোড়া জুতো ছিল না, তার এত দূর আসা বিহ্বলতা দাবি করে বই কী!
advertisement
advertisement
মুকেশের বাবা প্রয়াত কাশীনাথ সিং পেশায় ট্যাক্সিচালক ছিলেন।বছর আটেক আগে ভিশন ২০২০-র এক শিবিরে আবির্ভাব হয় মুকেশের। তখন ভিশনের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন বাংলা পেসার রণদেব বসু। বলতে গেলে, মুকেশের উত্থান তাঁরই হাত ধরে। শোনা যায়, ভিশনের ট্রায়ালে মুকেশের নাম ধরে ডাকাডাকি চলছে যখন, তখন তিনি উধাও হয়ে গিয়েছিলেন।
advertisement
পরে এসে জানতে পারেন, ট্রায়াল শেষ। অনেক বলাটলার পর রণদেব তাঁর ট্রায়াল নেন, এবং বোলিং দেখামাত্র তাঁর নাম প্রস্তাব করেন ভিশনের তৎকালীন পেস বোলিং কোচ ওয়াকার ইউনিসকে! আজ অভাবের সংসার ছেড়ে আইপিএলের হাই প্রোফাইল জীবনে ঢুকে পড়লেন মুকেশ। বিহারের গোপালগঞ্জে জন্ম হলেও বাংলাতেই খেলছেন শেষ ছয় সাত বছর ধরে। মহম্মদ শামির মতোই তার গল্প অনেকটা।
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলার মুকেশের আইপিএল নিলামে রেকর্ড, সাড়ে পাঁচ কোটি টাকায় গেলেন দিল্লি ক্যাপিটালস দলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement