#কলকাতা: গুজরাতের বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টার ফাইনালে ঈশান পোড়েলকে পাবে বাংলা। রবিবারই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ভারতীয় দল বেছে নিলেন নির্বাচকরা। দলে বাংলা থেকে একমাত্র মুখ ঈশান।
১৫ জনের দলের নেতৃত্বে মুম্বইয়ের পৃথ্বী শ। আগামী ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে ৮ ডিসেম্বর থেকে বেঙ্গালুরুর এনসিএ-তে ভারতের কন্ডিশনিং ক্যাম্প। তবে সিএবি-র আবেদনে সাড়া দিয়ে বাংলা-গুজরাত ম্যাচ খেলার জন্য ঈশানকে ছাড় দিল বোর্ড। ম্যাচ খেলে ১২ ডিসেম্বর প্রস্তুতি শিবিরে যোগ দিতে বলা হয়েছে ঈশানকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Cricketer, Bengal Ranji Team, ICC U19 World Cup, Ishan Porel