বুকে বল লেগে বাংলার ক্রিকেটারের করুণ পরিণতি, মাঠেই সব শেষ

Last Updated:

Bengal Cricketer Habib Mondal Death: ক্রিকেট মাঠে মর্মান্তিক ঘটনা। ফের মাঠেই করুণ পরিণতি বাংলার ক্রিকেটারের।

#কলকাতা:  ফিল হিউজের স্মৃতি ক্রিকেট মাঠে ফিরল আবার। ফের মাঠেই প্রাণ হারালেন এক ক্রিকেটার। সেই ক্রিকেটারের নাম হাবিব মণ্ডল। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা তিনি। দিল্লিতে খেলতে গিয়ে মাঠেই প্রাণ গেল হাবিবের।
১৫ অগাস্ট দিল্লিতে খেলতে গিয়েছিলেন হাবিব। সেখানে তাঁর পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল। ১৯ অগস্ট প্রথম ম্যাচ খেলতে নেমেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। বিপক্ষ দলের এক পেসারের বল এসে লাগল হাবিবের বুকে। একেবারে বুকের বাঁ-দিকে সজোরে এসে লাগে বল।
আরও পড়ুন- Neeraj Chopra : সম্পূর্ণ সুস্থ ভারতের সোনার ছেলে! এবার নামছেন সুইজারল্যান্ডে ডায়মন্ড লিগে
হাবিব প্রায় সঙ্গে সঙ্গে ক্রিজে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান। তার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান, হাবিবের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
ক্লাবের পক্ষ থেকে হাবিবের বাড়িতে প্রথমে ফোন করে তাঁর বুকে বল লাগার কথা জানানো হয়েছিল। হাবিবকে যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সেটাও তাঁর বাড়িতে জানানো হয়েছে। আবার কিছুক্ষণ পর তাঁর বাড়িতে হাবিবের মৃত্যুর খবরও জানানো হয়েছিল ক্লাবের পক্ষ থেকে।
আরও পড়ুন- Hot Female Referees : ফুটবল বিশ্বের যৌন আবেদনময়ী মহিলা রেফারিদের চেনেন? নিজেকে সামলাতে হিমশিম খাবেন
উত্তর ২৪ পরগনার বাগদার রাউতারা গ্রামে হাবিবের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। হাবিবের মৃত্যুর খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর স্ত্রী নীলিমা। ব্যাটার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন হাবিব মণ্ডল। কিন্তু হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাটে খেলতে পারলেন না। কে জানত সেই একটা ডেলিভারি তাঁর এমন মর্মান্তিক পরিণতি ঘটাবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বুকে বল লেগে বাংলার ক্রিকেটারের করুণ পরিণতি, মাঠেই সব শেষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement