রঞ্জি ফাইনালে বাঘ সিংহের লড়াই ছিল, বললেন মনোজ! নিজের দোষেই হার মেনে নিচ্ছেন অধিনায়ক
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Bengal captain Manoj Tiwary says Ranji Trophy final was a battle between tiger and lions. রঞ্জি ফাইনালে বাঘ সিংহের লড়াই বললেন মনোজ! নিজের দোষেই হার মেনে নিচ্ছেন অধিনায়ক
কলকাতা: রঞ্জি ফাইনালে ঘরের মাঠে বাংলা যে আবার রানার্স হয়ে খুশি থাকবে সেটা বোঝা গিয়েছিল তৃতীয় দিন শেষেই। মিরাকেল না হলে এই ফাইনাল জয় সম্ভব ছিল না বাংলার। সেটা হয়নি। তবে ইনিংসে হারতে হয়নি, এটা একটু স্বস্তির। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বললেন রঞ্জি ফাইনালে ছিল বাঘ এবং সিংহের লড়াই। জিতেছে সিংহ। তবে কথা দিচ্ছি পরেরবার বাংলার বাঘেরা অনেক ভাল পারফর্ম করবে।
আজ সকালে যখন খেলা শুরু হয়েছিল তখন ব্যাট করছিলেন মনোজ এবং শাহবাজ। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান শাহবাজ। মনোজ জানালেন দোষটা তার। তিনি বল দেখতে পাননি। শাহবাজকে সরি বলেছেন। তার মনে হয়েছে সাড়ে তিন দিনে কয়েক ঘন্টা ছাড়া পুরোটাই নিয়ন্ত্রণ করেছে সৌরাষ্ট্র। যখন দরকার ছিল তখন বাংলা নিজেদের সেরাটা দিতে পারেনি।
advertisement
তার জন্য সমর্থক এবং কর্মকর্তাদের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। তবে মনোজ মনে করেন গত তিন বছরে দুবার ফাইনাল এবং একবার সেমিফাইনালে ওঠা প্রমাণ করে বাংলার ক্রিকেট সঠিক দিকে এগোচ্ছে। চ্যাম্পিয়ন হতে গেলে কিছুটা ভাগ্যের দরকার হয়। তবে এবারের ফাইনালটা শুধু ভাগ্যের দোহাই দিতে রাজি নন তিনি।
advertisement
🏆 The reactions say it all 😊 🤗 That moment when Saurashtra began the celebrations after winning the #RanjiTrophy 2022-23! 👏 👏 The @JUnadkat-led unit beat Bengal by 9⃣ wickets in the #Final 👍 👍 #BENvSAU | @mastercardindia Scorecard 👉 https://t.co/hwbkaDeBSj pic.twitter.com/tt8xE3eUKY
— BCCI Domestic (@BCCIdomestic) February 19, 2023
advertisement
বাংলার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ বলছেন কোচ হিসেবে লক্ষ্মীরতন দায়িত্ব নেওয়ার পর থেকে গোটা দল অনেক আগ্রাসী হয়ে উঠেছে। সমর্থকদের কাছে তার আবেদন একটু সময় দেওয়া। এই দলটাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। এই ছেলেদেরই সাহস দিতে হবে। বিশ্বাস রাখতে হবে। পরের বছর তিনি খেলবেন কিনা কিছু মন্তব্য করেননি।
তবেই নিজেকে ফিট রাখতে পারলে মনোজের মধ্যে এখনও ক্রিকেট অবশিষ্ট আছে সেটা দেখা গিয়েছে দ্বিতীয় ইনিংসে। তবে এটা মানতেই হবে গোটা টুর্নামেন্টে বাংলার জোরে বোলাররা যে দাপট দেখিয়েছিলেন, সেটা ফাইনালে দেখাতে পারেনি।
advertisement
আকাশ কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু মুকেশ এবং ঈশান পোড়েল বল হাতে কেমন ম্রিয়মান ছিলেন। তাই বাংলা এত কাছে এসে আবার ফিরে গেলেও সমর্থকদের দুঃখ পেতে বারণ করছেন মনোজ। বাংলার চ্যাম্পিয়ন হওয়া খুব তাড়াতাড়ি কড়া নাড়ছে নিশ্চিত মান্নু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 12:08 PM IST