ফুটবলে বাংলার বড় সাফল্য, অপরাজিত থেকে অনূর্ধ্ব ১৬ বি সি রায় ট্রফি জয়
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bengal became the champion of Under 16 BC Roy Trophy: বাংলার ফুটবলে বড় সাফল্য়। অনূর্ধ্ব ১৬ বি সি রায় ট্রফি চ্য়াম্পিয়ন বাংলা দল। ছত্তিশগড়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় অপরাজিত থেকে ট্রফি জিতল বাংলা।
বাংলার ফুটবলে বড় সাফল্য়। অনূর্ধ্ব ১৬ বি সি রায় ট্রফি চ্য়াম্পিয়ন বাংলা দল। ছত্তিশগড়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় অপরাজিত থেকে ট্রফি জিতল বাংলা। ফাইনালে দুরন্ত ফুটবল খেলে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে ট্রফি পেল বাংলা। এই জয় বাংলার ফুটবলের ভবিষ্যতের ক্ষেত্রে ভাল দিক বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
এখানে উল্লেখ্য বাংলা দলে ছয়জন খেলোয়াড় ‘বাংলা ফুটবল একাডেমি-খড়দহ’থেকে নির্বাচিত হয়েছিল। যার মধ্যে পাঁচজন খেলোয়াড় প্রতি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। যে ৬ জন ফুটবলার বাংলা দলের জন্য নির্বাচিত হয়েছিলেন তারা হলেন অর্ণব রায় (গোলকিপার), সমীর সরদার (রাইট ব্যাক), ঠাকুরদাসা হাঁসদা (স্টপার), দেবজিৎ দত্ত (মিডফিল্ডার), শুভদীপ সর্দার (স্ট্রাইকার), রুদ্রনীল সাহা (গোলকিপার)। এরমধ্যে রুদ্রনীল সাহা ছাড়া বাকি পাঁচজনই প্রতি ম্যাচে প্রথম একাদশে ছিলেন।
advertisement
advertisement
শুভদীপ সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন। যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটিও তার করা। মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস বাংলা দলের সমস্ত খেলোয়াড়, কোচ এবং বাংলা ফুটবল একাডেমির কোচ, কর্মকর্তা ও এই একাডেমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 6:41 PM IST