বোলিং না ব্যাটিং! কোচ না অধিনায়ক! কে দায়ী? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারর ৫ কারণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand ODI Series: রবিবার ইনদওরে বিরাট কোহলির দুর্দান্ত শতরানও ভারতকে হার থেকে বাঁচাতে পারেনি। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ পর্যন্ত ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায়।
রবিবার ইনদওরে বিরাট কোহলির দুর্দান্ত শতরানও ভারতকে হার থেকে বাঁচাতে পারেনি। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শেষ পর্যন্ত ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায়। বিরাট কোহলি একাই করেন ১২৪ রান। এর ফলে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে সফরকারী নিউজিল্যান্ড দল।
ভারতের ইনিংস শুরু থেকেই চাপে পড়ে। মাত্র ৭১ রানের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সেই সময় দায়িত্ব নেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। চরম চাপের মধ্যেও তিনি ধৈর্য ও নিয়ন্ত্রণের সঙ্গে ব্যাটিং করেন। ১০৮ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি প্রায় একাই ভারতের লড়াই চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত ভারত জিততে পারেনি।
advertisement
কিন্তু ভারতের হারের পর কাটাচেরা শুরু হয়েছে। কেন হারতে হল ভারতকে? ঘরের মাঠে লজ্জারের হারের কারণ খুঁজতে গিয়ে ব্যাটিং-বোলিং বিভাগের ব্যর্থতা থেকে কোচ-অধিনায়কের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ও সিরিজ হারের মোট ৫টি কারণ।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: দল হারলেও কোহলির ব্যাটে জোড়া বিশ্বরেকর্ড, সচিনের আরও একটি রেকর্ড ভাঙলেন বিরাট
advertisement
ভারতের হারের ৫ কারণ:
১. বোলিং বিভাগে আত্মবিশ্বাসের অভাব। জাদেজার খারাপ ফর্ম। অর্শদীপ-রানা উইকেট নিলেও অতিরিক্ত রান দেওয়া।
২. গৌতম গম্ভীরের রণনীতির নিয়ে প্রশ্ন। ব্যাটিং-বোলিং কম্বিনেশন নিয়ে বারবার অতিরিক্ত পরীক্ষা করা।
৩. শুভমান গিলের অধিনায়কত্বের ধরণ নিয়ে উঠছে প্রশ্ন। রোহিত-কোহলির মতো আক্রমণাত্মক নন গিল।
৪. ব্যাটিং অর্ডারের ব্যর্থতা। ৩৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রোহিত-গিল-শ্রেয়স-রাহুলরা সকলেই ব্যর্থ।
advertisement
৫. অতিরিক্ত বিরাট কোহলি নির্ভরতাও ভারতীয় দলের শেষ ওয়ান ডে ম্যাচে হারের অন্যতম কারণ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 1:59 PM IST








