বিরাট সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে, ছাঁটাই হয়ে গেল পুরো চেতন শর্মার নির্বাচক কমিটি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
BCCI terminates entire Chetan Sharma led selection committee after failure of T20 World Cup. বিরাট সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটে, ছাঁটাই হয়ে গেল পুরো চেতন শর্মার নির্বাচক কমিটি
#মুম্বই: ব্যর্থ হলে তার দায় নিতে হয়, সরে যেতে হয়। পদ আঁকড়ে থাকা যায় না। পেশাদারী দুনিয়ায় এটাই নিয়তি। ক্রিকেট এর বাইরে হবে কেন? খারাপ পারফর্ম করলে যেমন ক্রিকেটার এবং কোচকে গালাগাল শুনতে হয়, তেমনই নির্বাচক কমিটি বারবার ব্যর্থ হলে তাকেও ক্ষমা করার জায়গা নেই। বুঝিয়ে দিল বিসিসিআই।
বিশ্বকাপের পরই যে নির্বাচক কমিটিতে বদল হতে চলেছে, এ কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু পুরো নির্বাচক কমিটিকে যে এ ভাবে ছেঁটে ফেলা হবে, এটা কেউই ভাবতে পারেননি। বোর্ডের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠে গেল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ নিয়েও। তাঁকে ইদানীং ঘন ঘন ছুটিতে পাঠানো হচ্ছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও।
advertisement
দ্রাবিড়ের ভূমিকাও আতসকাচের তলায়। এদিন বিকেলে বোর্ডের ওয়েবসাইটে জাতীয় নির্বাচক চেয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা, বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে।
advertisement
advertisement
BCCI sacks Chief Selector Chetan Sharma & the entire national selection committee
— ANI (@ANI) November 18, 2022
অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। চেতন শর্মার নির্বাচক প্রধান হিসেবে বসার পেছনে ছিল প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা।
advertisement
তবে এটাও ঠিক এই কমিটির অধীনে ভারতীয় দল আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও আগে বিদায় নিয়েছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে গিয়েছিল। চেতনের সঙ্গেই ছিলেন সুনীল জোশি, হারবিন্দ্র সিং, দেবাশীষ মহানতি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2022 10:11 PM IST