ICC T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না বাংলাদেশ! প্রতিক্রিয়ায কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ।
ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ইতিমধ্যেই এই টুর্নামেন্টে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। আইসিসির ভেন্যু পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করার পরই এই সিদ্ধান্ত আরও স্পষ্ট হয়। পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রায়পুরে পৌঁছান বিসিসিআই সভাপতি মিথুন মানহাস। সেখানে সাংবাদিকরা বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। তিনি জানান, তার সফরের উদ্দেশ্য কেবল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে উপস্থিত থাকা। এ বিষয়ে বিসিসিআইও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং নীরব অবস্থান বজায় রেখেছে।
advertisement
আইসিসি বুধবার বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেয় যে, ভারতে খেলতে না এলে তাদের টুর্নামেন্টের জায়গা হারাতে হতে পারে। আইসিসির মতে, কোনো নির্ভরযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ নেই এবং টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে ভেন্যু পরিবর্তন করলে বড় ধরনের লজিস্টিক সমস্যা দেখা দেবে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও তৈরি হয়েছে।
advertisement
অন্যদিকে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা মূল্যায়নে তারা সন্তুষ্ট নন। খেলোয়াড়, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে বলে তিনি দাবি করেন। তার মতে, এই সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছে এবং প্রয়োজনে শ্রীলঙ্কায় ম্যাচ হলে বাংলাদেশ খেলতে রাজি।
advertisement
এই উত্তেজনা আরও বেড়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর। বাংলাদেশ এটিকে উদ্বেগের বড় কারণ হিসেবে দেখালেও আইসিসি তা মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি অভ্যন্তরীণ লিগ–সংক্রান্ত বিষয়। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 23, 2026 2:52 PM IST










