Smriti Mandhana captain : মিতালির ওপর ভরসা নেই ভারতীয় বোর্ডের! নতুন অধিনায়ক হতে পারেন স্মৃতি মান্ধানা

Last Updated:

BCCI may consider Smriti Mandhana as next captain in place of Mithali Raj. মিতালিকে সরিয়ে স্মৃতি মন্ধনাকে মেয়েদের অধিনায়ক করতে পারে বিসিসিআই

মিতালির জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন স্মৃতি
মিতালির জায়গায় নতুন অধিনায়ক হতে পারেন স্মৃতি
পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মহিলা দলের কিছু পরিবর্তন চাইছে বোর্ড। প্রাক্তন মহিলা ক্রিকেটার শান্তা রঙ্গস্বামী এবং ডায়না এডুলজি স্পষ্ট জানিয়েছেন ব্যাটসম্যান হিসেবে মিতালি আরও কয়েকটা বছর চালিয়ে দিতে পারেন। কিন্তু অধিনায়কত্ব মোটেই তেমন করতে পারছেন না। দুই প্রাক্তন চান মিতালির জায়গায় মহিলা ক্রিকেটে নতুন অধিনায়ক করা হোক স্মৃতি মান্ধানাকে।
advertisement
advertisement
স্মৃতি ঠান্ডা মাথার ক্রিকেটার, ধারাবাহিকতায় এগিয়ে। হরমনপ্রীত যোগ্য হলেও অধিনায়কত্বের অতিরিক্ত চাপ সামলাতে পারবেন না। নিউজিল্যান্ডের মাটিতে চলতি মহিলা বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দলকে। ভারতের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তি শেষ হয়েছে দলের হেড কোচ রমেশ পাওয়ারের। তাঁর চুক্তিতে নবীকরণের কোনও কথাও লেখা নেই।
advertisement
তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে এবার আরও বড় দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই। বোর্ড সূত্রে যা খবর তাতে রমেশ পাওয়ার দলের দায়িত্ব আবারও পেতেই পারেন, তবে তার জন্য তাঁকে নতুন করে আবেদন করতে হবে। সামনের বছর প্রথম মহিলা অনুর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে লক্ষ্মণকে ভারতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য এক মডেল তৈরি করার দায়িত্ব দেওয়া হতে পারে বলেই খবর।
advertisement
পাশাপাশি দলের দুই স্তম্ভ মিতালি ও ঝুলনের পরবর্তী ভারতীয় তারকারও সন্ধানে রয়েছে বিসিসিআই। এ বিষয়ে উক্ত কর্তা জানান, মিতালি পরবর্তী অধ্যায়ে আমাদের সমস্যা তুলনামূলক কম হলেও, ঝুলনের পরিবর্ত সেরকম ক্রিকেটার কিন্তু আমাদের হাতে নেই।
এই সমস্যাটার মুখোমুখি বোর্ড এই মুহূর্তে। আশা করা যায় মেয়েদের আইপিএলের মধ্যে দিয়েই নতুনপ্রতিভাকে আমরা খুঁজে পাব যাতে এই সমস্যা দূর হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Smriti Mandhana captain : মিতালির ওপর ভরসা নেই ভারতীয় বোর্ডের! নতুন অধিনায়ক হতে পারেন স্মৃতি মান্ধানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement