Bangladesh In T20 World Cup: মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দিল না বোর্ড, বাংলাদেশ কি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে, পরিস্থিতিতে কড়া নজর
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Bangladesh In T20 World Cup: বিসিসিআইয়ের এভাবে বাংলাদেশি ক্রিকেটার ছেঁটে ফেলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট কোন পথে হাঁটবে সেটাই এখন লক্ষ্য রাখছে বোর্ড৷
কলকাতা: শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের চাপে পড়ে পিছু হঠল ভারতীয় ক্রিকেট বোর্ড? কেকেআর দল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক ঘিরেও এবার নয়া সমীকরণের ইঙ্গিত! কারণ ২৪ ঘণ্টা আগেও ভারতীয় বোর্ড মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি৷ ইঙ্গিত ছিল কেকেআরেই ২০২৬ আইপিএল মরশুমে খেলবেন তিনি৷ হঠাৎই শনিবার সকালে ১৮০ ডিগ্রি বদল বোর্ডের৷
বিসিসিআই সচিব দেবেন্দ্র সালকিয়া জানিয়ে দেন, কেকেআরকে ছেড়ে দিতে হবে মুস্তাফিজুর রহমানকে৷ এরপরেই কেকেআরও জানিয়ে দেয় যে তারা এই নির্দেশিকা পেয়েছে এবং তারা বাংলাদেশি প্লেয়ারকে ছেড়ে দিয়েছে বোর্ডের নির্দেশ মেনে এবং আইপিএলের নিয়মাবলী মেনে৷
advertisement
advertisement
এদিকে বিসিসিআইয়ের এভাবে বাংলাদেশি ক্রিকেটার ছেঁটে ফেলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট কোন পথে হাঁটবে সেটাই এখন লক্ষ্য রাখছে বোর্ড৷ পাকিস্তানের মতো বাংলাদেশের ক্রিকেটারদেরও কি এ দেশের লিগে খেলার নিষেধাজ্ঞার পথে হাঁটছে বিসিসিআই? আইপিএলের আগে ফেব্রুয়ারিতেই টি-২০ বিশ্বকাপ। আয়োজক ভারত। ইডেনে গ্রুপ পর্বের তিনটে ম্যাচ খেলবে বাংলাদেশ। মুস্তাফিজুর ইস্যুতে নজর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্সের দিকেও।
advertisement
ভারত বিশ্বকাপের আয়োজক হলেও শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। মুস্তাফিজুর ইস্যুতে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ভারতের মাটিতে খেলতে আসার ব্যাপারে কোন সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ড নেবে কিনা সেই দিকে নজর। ৭ ফেব্রুয়ারি ইডেনে বাংলাদেশের বিশ্বকাপে প্রথম ম্যাচ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি অনুসারে এদিনের ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্টইন্ডিজ৷
এরপর ৯ ফেব্রুয়ারিতে ইতালির বিপক্ষে ম্যাচ বাংলাদেশের৷ আর বাংলাদেশের শেষ ম্যাচ ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে৷ সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2026 3:35 PM IST









