Team India: মুম্বইয়ে বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার বরণ স্মরণ থাকবে বহুদিন, এই ভিডিও দেখলে মন ছুঁয়ে যাবে সকলের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India: ১৯৮৩, ২০০৭, ২০১১ , ২০২৪। বিগত চার দশকের বেশি সময়ে ক্রিকেট অনেক পাল্টে গিয়েছে। ব পাল্টালেও ভারতীয় দল যতবার বিশ্বকাপ জিতেছে বিশ্বজয়ীদের ঘিরে দেশবাসীর উচ্ছ্বাসে, ভালবাসায় কোনও পরিবর্তন হয়নি।
মুম্বই: ১৯৮৩, ২০০৭, ২০১১ , ২০২৪। বিগত চার দশকের বেশি সময়ে ক্রিকেট অনেক পাল্টে গিয়েছে। একসময় আন্ডার ডগ হিসেবে প্রতিযোগিতা শুরু করা ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের চালিকাশক্তি। সব পাল্টালেও ভারতীয় দল যতবার বিশ্বকাপ জিতেছে বিশ্বজয়ীদের ঘিরে দেশবাসীর উচ্ছ্বাসে, ভালবাসায় কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার মুম্বই সাক্ষী থাকল আরও এক ঐতিহাসিক দিনের।
বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভারতে ফেরে টিম ইন্ডিয়া। দিনভর নানা কর্মসূচির পর বিকেলে রোহিত শর্মা, বিরাট কোহলিরা পৌছায় মুম্বই। সেখানে বিকেল ৫টা থেকে র্যালি শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় দল কিছুটা দেরিতে পৌছায় মুম্বইতে। এছাড়া বৃষ্টির কারণে র্যালি শুরু করতে কিছুটা দেরি হয়। ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পকিবার বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে।
advertisement
This Day. This Celebration. This Reception 💙#TeamIndia | #T20WorldCup | #Champions pic.twitter.com/nhdoqqVUzU
— BCCI (@BCCI) July 4, 2024
advertisement
ভারতীয় দল মুম্বইতে পৌছনোর বহু আগে থেকেই আরব সাগরের তীরে জনসুনামি নামে। প্রিয় তারকাদের অপেক্ষায় দীর্ঘসময় রাস্তাতেই থাকেন ফ্যানেরা। মুম্বই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যান রোহিত, বিরাটেরা। সেখান থেকে হুড খোলা বাসে চেপে প্রায় ২ কিমি পথ পরিক্রমা করে ভরতীয় দল। বৃষ্টি ভিজে গেলেও, দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও আরব সাগরের তীরে জনসমুদ্রে এতটুকু ভাঁটা পড়েনি। ভারতীয় ক্রিকেটাররাও নিরাশ করেনি ফ্যানেদের। নেচে-গেয়ে গোটা রাস্তা ফ্যানেদের সঙ্গে সেলিব্রেট করে টিম ইন্ডিয়া।
advertisement
AN UNFORGETTABLE DAY 💙
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆#TeamIndia | #T20WorldCup | #Champions pic.twitter.com/FeT7VNV5lB
— BCCI (@BCCI) July 4, 2024
যখন ভারতীয় দল ওয়াংখেড়েতে পৌছায় তখন গোটা স্টেডিয়াম কানায় কানায় ভরা। ভারতীয় দল পৌছতেই ক্রিকেটাররা একে একে টি-২০ বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে। ওয়াংখেড়েতে পৌঁছে রোহিত জানালেন, এই জয় শুধু ক্রিকেটারদের জয় নয়, এই জয় দেশবাসীর জয়। কারণ, তাঁদের মতোই দেশের ১৪০ কোটি মানুষ চেয়েছিলেন, ট্রফি খরা কাটুক। সেটা তাঁরা করতে পেরেছেন। এমন ভালবাসা পেয়ে তাঁরা আপ্লুত।
advertisement
वंदे मातरम 🇮🇳 pic.twitter.com/j5D4nMMdF9
— BCCI (@BCCI) July 4, 2024
ওয়াংখেড়েতে বিসিসিআইয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ভারতীয় দলকে। জাতীয় সঙ্গীত গান সকলে। বিসিসিআইয়ের ঘোষণা মত ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হয় ১২৫ কোটি টাকা। ওয়াংখেড়েতে গোটা দলের হাতে সেই চেক তুলে দিলেন জয় শাহ ও রজার বিন্নী। বোর্ডের সংবর্ধনা পাওয়ার পরে ট্রফি নিয়ে মাঠে ঘুরছেন ভারতীয় ক্রিকেটারেরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে নাচলেন ভারতীয় ক্রিকেটারেরা। গানের তালে কোমর দোলালেন রোহিত, বিরাট, হার্দিকেরা। মেতে ওঠে গোটা স্টেডিয়াম।
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ক্রিকেটারেরা। বিমান বন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ফ্যানেরা। সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য ভারতীয় দল। হোটেল থেকে বেরিয়ে পূর্বঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে বিকেলে মুম্বইয়ে পৌছায় ভারতীয় দল। তারপর মুম্বইয়ে যা হল তা চিরকাল থেক যাবে স্মৃতির মণিকোঠায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 12:21 AM IST