#মুম্বই: লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তে সংঘর্ষে কর্নেল-সহ ২০ জন ভারতীয় সেনার মৃত্যুতে এখন চিনা পণ্য বর্জনের ডাক দিয়েছে গোটা দেশই ৷ দেশের বহু জায়গাতেই চিনা পণ্য বর্জন করার জন্য বিক্ষোভ দেখিয়েছে জনতা ৷
এই অবস্থায় চিনা স্মার্টফোন সংস্থাগুলির দিকে নজর সবচেয়ে বেশি ৷ ভারতের স্মার্টফোনের বাজারে এখনও চিনের সংস্থাগুলিরই রমরমা ৷ এমনকী, আইপিএলের টাইটেল স্পনসরও বেশ কয়েক বছর ধরে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো ৷ এই অবস্থায় ভিভোর বদলি হিসেবে অন্য কোনও সংস্থাকে বিসিসিআই ভাবছে কী না, এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছিল ৷ কিন্তু বোর্ডের পক্ষ থেকে শুক্রবার স্পষ্ট করে দেওয়া হয়, যে আইপিএলের টাইটেল স্পনসর ভিভোই থাকছে ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করছে যে, চিনের সংস্থা থেকে আসা অর্থ চাঙ্গা করবে ভারতীয় অর্থনীতিকেই। ২০২২ পর্যন্ত ভিভোর সঙ্গে চুক্তি রয়েছে বিসিসিআইয়ের ৷ তাই তাড়াহুড়ো করে এখনই কোনও কিছু বদল বা ছেঁটে ফেলতে চাইছে না বিসিসিআই ৷
বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেছেন, “আবেগ দিয়ে ভাবলে অনেক সময়ই যুক্তিকে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের বুঝতে হবে যে, চিনের স্বার্থে চিনের সংস্থাকে সাহায্য করা আর ভারতের স্বার্থে চিনের অর্থনীতির সাহায্য নেওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।