Nazmul Islam Sacked: খেলোয়াড় বিদ্রোহের কাছে মাথা নোয়াতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বরখাস্ত নাজমুল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
BCB vs Bangladesh Cricketer: Bangladesh Cricket Board তাদের Finance Committee-র Chairman Najmul Islam-কে বরখাস্ত করেছে খেলোয়াড়দের বিদ্রোহ ও অবমাননাকর মন্তব্যের কারণে, CWAB-এর দাবিতে.
কলকাতা: বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুসারে নাজমুল ইসলামকে (Najmul Islam)-কে বরখাস্ত করেছে৷ ক্রিকেটারদের বিদ্রোহের কাছে হার মানল বোর্ড৷ জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য বিদ্রোহ করেছিলেন। Najmul, যখন আবারও Bangladesh-এর India-তে T২০ World Cup ২০২৬-এ না যাওয়ার সিদ্ধান্তের কথা বলছিলেন, তখন তিনি বলেছিলেন, দেশ যদি সরে আসে, তাহলে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে কোনও চিন্তা নেই।
তিনি বলেছিলেন, খেলোয়াড়দের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না, কারণ তারা এখনও পর্যন্ত কোনও ICC ইভেন্ট জিততে পারেনি, তাই তারা Board-এর সমর্থন প্রমাণ করতে পারেনি। এই মন্তব্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং CWAB তার অবিলম্বে BCB থেকে অপসারণের দাবি জানায়।
advertisement
advertisement
ক্রিকেটারদের এবং সাধারণ মানুষের চাপে, BCB বাধ্য হয়ে Najmul-কে Board-এর Finance Committee-র চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে BCB জানায়, “Bangladesh Cricket Board (BCB) জানাতে চায়, সাম্প্রতিক ঘটনাবলীর পর্যালোচনা এবং সংগঠনের সর্বোত্তম স্বার্থে, BCB President সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল ইসলামকে. (Najmul Islam)-কে Finance Committee-র Chairman-এর দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হয়েছে৷”
advertisement
“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, বিসিবি প্রেসিডেন্ট (BCB President) Finance Committee-র Acting Chairman-র দায়িত্ব পালন করবেন। BCB আবারও জানিয়ে দেয়, ক্রিকেটারদের স্বার্থই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। Board তাদের অধীনে থাকা সব খেলোয়াড়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ,” বিবৃতিতে আরও বলা হয়েছে।
এর আগে অবশ্য বিসিবি নাজমুলকে Show Cause-ও করেছিল। বৃহস্পতিবার আগের এক প্রেস বিজ্ঞপ্তিতে BCB জানায়, “Bangladesh Cricket Board (BCB) আবারও দুঃখ প্রকাশ করছে Board-এর এক সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য। BCB এই মন্তব্যে সৃষ্ট উদ্বেগ স্বীকার করছে এবং আবারও জানাচ্ছে, তারা পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান এবং ক্রিকেটের মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ৷”
advertisement
এতে আরও বলা হয়েছে, “…Board ইতিমধ্যে সংশ্লিষ্ট Board সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করেছে। একটি Show Cause Letter দেওয়া হয়েছে এবং তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে৷ ”
Najmul আগেই সাবেক Captain Tamim Iqbal-কে “India-র Agent” বলে উল্লেখ করেছিলেন, কারণ তিনি India-র সঙ্গে চলমান অচলাবস্থার বিষয়ে সংযত আচরণের আহ্বান জানিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন, আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছরে প্রভাব ফেলবে। CWAB, Najmul-এর ওই মন্তব্যের নিন্দা করেছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 7:50 PM IST










