ICC T20 World Cup 2024: শেষ আটে উঠেও শান্তি নেই বাংলাদেশের, আইসিসির শাস্তির কোপে বাংলাদেশি পেসার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2024: শেষ আটে উঠেও শান্তিতে নেই বাংলাদেশ। আইসিসির শাস্তির কোপে পড়লেন তানজিম হাসান সাকিব। শাস্তির হিসাবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশি পেসারকে।
সেন্ট ভিনসেন্ট: শেষ আটে উঠেও শান্তিতে নেই বাংলাদেশ। আইসিসির শাস্তির কোপে পড়লেন তানজিম হাসান সাকিব। শাস্তির হিসাবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশি পেসারকে।
জানা গিয়েচে ঘটনাটি বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের। নেপালের অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। জানা গিয়েছে বিশ্বকাপে নেপালের ম্যাচে আইসিসির আদর্শ আচরণবিধির লেভেল ১ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি পেসার। শুধু তাই নয়, তানজিমের প্রোফাইলে এই ঘটনার জন্য একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে ম্যাচ থেকে নিষিদ্ধ করা হতে পারে বাংলাদেশি পেসারকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, আইসিসির আদর্শ আচরণবিধির ২.১২ ধারায় অপরাধ করেছেন তানজিম সাকিব। এই ধারা অনুযায়ী, অবৈধ ভাবে হাতাহাতি অন্য কারও সঙ্গে হাতাহাতি সেটা খেলোয়াড় হোক, সাপোর্ট স্টাফ, আম্পায়ার,ম্যাচ রেফারি যে কেউ হতে পারে।
—- Polls module would be displayed here —-
advertisement
নেপালের বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচে নেপালের ব্যাট করার সময়ে তৃতীয় ওভারের ঘটনা। তানজিম, সেই ওভারে বল করার পরে নেপালের অধিনায়ক পৌডেলের সঙ্গে তর্কাতর্কি করেন সাকিব। তারপর শেষ পর্যন্ত তা হাতাহাতির রূপ নেয়। শেষ আম্পায়াররা এবং সতীর্থরা এলে দুই খেলোয়াকে থামান। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সঙ্গে কাথে নিজের দোষ স্বীকার করেছেন তানজিম সাকিব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 2:51 PM IST