ব্রিটিশ বধ করে ডবল বোনাসের দাবি তুললেন বাংলাদেশ ক্রিকেটাররা! অধিনায়ক সাকিবের হুঙ্কার

Last Updated:
বাংলাদেশ ক্রিকেটারদের ডবল বোনাসের দাবি
বাংলাদেশ ক্রিকেটারদের ডবল বোনাসের দাবি
ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে নতুন ভোরের উদয়। ব্রিটিশ সিংহদের ইঁদুর বানিয়ে ছেড়েছে টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে হিসেব বদলে দিতে পারে জানা ছিল। তাই বলে একেবারে হোয়াইট ওয়াশ করবে বিপক্ষকে এতটা আশা হয়তো কেউ করেনি। ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেই এবার
বোনাস বাড়ানোর দাবি করলেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোর পর সতীর্থদের এই দাবির কথা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে বলেছেন অধিনায়ক সাকিব। কোনও দেশের বিরুদ্ধে প্রথম বার সিরিজ় জিতলে জাতীয় দলের ক্রিকেটারদের বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেই বোনাসের অর্থ বাড়ানোর দাবি তুলেছেন সাকিবরা।
advertisement
advertisement
আরও পড়ুন - শরিফ শাসনের গুলির সামনেও সাহসী ইমরান! সামনে টিয়ার গ্যাসের খোল নিয়ে দুনিয়াকে দেখালেন
পাপন বলেছেন, কোনও দলের বিরুদ্ধে প্রথম বার ভাল ফল করলে আমরা ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকি। এটা নতুন কিছু নয়। ক্রিকেটাররাও জানে। সব দলের সঙ্গেই কোনও না কোনও সিরিজ় আমাদের জেতা হয়ে গিয়েছিল। বাকি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের চুনকাম করেছে ছেলেরা। তাই ওরা একটু বেশি বোনাস চেয়েছে। ওদের দাবি যুক্তিহীন নয়।
advertisement
সাকিব জানিয়েছেন, সিরিজ় চুনকাম হবে এমন স্বপ্ন দেখিনি। তবে অকারণে নিজেদের চাপেও ফেলিনি। প্রতি ম্যাচে জিততেই হবে, এমনটা আমাদের লক্ষ্য ছিল না। আমরা চেয়েছিলাম ভাল ক্রিকেট খেলতে। তিনটে ম্যাচেই ব্যাট হাতে আমাদের ক্রিকেটাররা ভাল পারফর্ম করেছে।
advertisement
তাছাড়া, সব ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে সতীর্থরা। পাপন ঠিক কত টাকা পুরস্কার ঘোষণা করতে চলেছেন সেটা নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে মোটা টাকা দেবে বাংলাদেশ বোর্ড তাতে সন্দেহ নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
ব্রিটিশ বধ করে ডবল বোনাসের দাবি তুললেন বাংলাদেশ ক্রিকেটাররা! অধিনায়ক সাকিবের হুঙ্কার
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement