হোম /খবর /খেলা /
ব্রিটিশ বধ করে ডবল বোনাসের দাবি তুললেন বাংলাদেশ ক্রিকেটাররা! সাকিবের হুঙ্কার

ব্রিটিশ বধ করে ডবল বোনাসের দাবি তুললেন বাংলাদেশ ক্রিকেটাররা! অধিনায়ক সাকিবের হুঙ্কার

বাংলাদেশ ক্রিকেটারদের ডবল বোনাসের দাবি

বাংলাদেশ ক্রিকেটারদের ডবল বোনাসের দাবি

  • Share this:

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে নতুন ভোরের উদয়। ব্রিটিশ সিংহদের ইঁদুর বানিয়ে ছেড়েছে টাইগাররা। ঘরের মাঠে বাংলাদেশ সাদা বলের ক্রিকেটে হিসেব বদলে দিতে পারে জানা ছিল। তাই বলে একেবারে হোয়াইট ওয়াশ করবে বিপক্ষকে এতটা আশা হয়তো কেউ করেনি। ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করেই এবারবোনাস বাড়ানোর দাবি করলেন বাংলাদেশের ক্রিকেটাররাও।

ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ়ে হারানোর পর সতীর্থদের এই দাবির কথা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে বলেছেন অধিনায়ক সাকিব। কোনও দেশের বিরুদ্ধে প্রথম বার সিরিজ় জিতলে জাতীয় দলের ক্রিকেটারদের বোনাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সেই বোনাসের অর্থ বাড়ানোর দাবি তুলেছেন সাকিবরা।

আরও পড়ুন - শরিফ শাসনের গুলির সামনেও সাহসী ইমরান! সামনে টিয়ার গ্যাসের খোল নিয়ে দুনিয়াকে দেখালেন

পাপন বলেছেন, কোনও দলের বিরুদ্ধে প্রথম বার ভাল ফল করলে আমরা ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকি। এটা নতুন কিছু নয়। ক্রিকেটাররাও জানে। সব দলের সঙ্গেই কোনও না কোনও সিরিজ় আমাদের জেতা হয়ে গিয়েছিল। বাকি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জয়। বিশ্বচ্যাম্পিয়নদের চুনকাম করেছে ছেলেরা। তাই ওরা একটু বেশি বোনাস চেয়েছে। ওদের দাবি যুক্তিহীন নয়।

সাকিব জানিয়েছেন, সিরিজ় চুনকাম হবে এমন স্বপ্ন দেখিনি। তবে অকারণে নিজেদের চাপেও ফেলিনি। প্রতি ম্যাচে জিততেই হবে, এমনটা আমাদের লক্ষ্য ছিল না। আমরা চেয়েছিলাম ভাল ক্রিকেট খেলতে। তিনটে ম্যাচেই ব্যাট হাতে আমাদের ক্রিকেটাররা ভাল পারফর্ম করেছে।

তাছাড়া, সব ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে সতীর্থরা। পাপন ঠিক কত টাকা পুরস্কার ঘোষণা করতে চলেছেন সেটা নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে মোটা টাকা দেবে বাংলাদেশ বোর্ড তাতে সন্দেহ নেই।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Bangladesh Cricket, BCB