রুদ্ধশ্বাসে ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমিতে যাওয়ার আশা টিকে থাকল বাংলাদেশের

Last Updated:

টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়েকে হারাল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৫০ রান করে শাকিব আল হাসানের দল। জবাবে ১৪৭ রানে থামল জিম্বাবোয়ে।

#গাব্বা: পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার থেকে ঘুড়ে দাঁড়াল বাংলাদেশে ক্রিকেট দল। রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবোয়েকে টি-২০ বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলা টাইগার্সরা। মাত্র ৩ রানে জয় পেল শাকিব আল হাসানের দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫০ রান করে বাংলাদেশ। জবাবে ১৪৭ রানে থামে জিম্বাবোয়ে।
গাব্বায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শাকিব আল হাসান। প্রাথমিক ধাক্কা সামলে দলকে কার্যত একার হাতে টানেন নাজিমুল হাসান শান্টো। ৫৫ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এছাড়া আফিফ হোসেন করেন ২৯ রান ও শাকিব আল হাসানকরেন ২৩ রান। তবে সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসানরা ব্যর্থ হন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করে বাংলাদেশ।
advertisement
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। তাসকিন আহমেদের দুরন্ত স্পেলের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়া জিম্বাবোয়ের টপ অর্ডার। সিন উইলিয়ামসের ৬৪ রানের লড়াকু ইনিংস ও রায়ান ব্রুলের ২৭ রানের ইনিংসের সৌজন্যে জয়ের আশা দেখছিল জিম্বাবোয়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবোয়ে। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ ও ২টি করে উইকেট নেন মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।
advertisement
advertisement
এই জয়ের ফলে গ্রুপ দুই থেকে সেমি ফাইনালে যাওয়ার আশা এখনও টিকে থাকল শাকিব আল হাসানের দলের। ৩ ম্যাচে ৪ পয়েন্ট বাংলােদশের। তবে ভারত ও পাকিস্তানের মত কঠিন ম্যাচ এখনও বাকি রয়েছে বাংলা টাইগার্সদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রুদ্ধশ্বাসে ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমিতে যাওয়ার আশা টিকে থাকল বাংলাদেশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement