রাকিবুলের সিঙ্গল ও বাংলাদেশের বিশ্বজয় ! ইতিহাসে ১১ বাঙালি, দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও

Last Updated:

ফেভারিট ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ৷

#পোচেফেস্ট্রুম: আকবরের ব্যাটে ধাক্কা খেল পাঁচবার যুব বিশ্বকাপ জয়ে ভারতের স্বপ্ন। তিন উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস বাংলাদেশের। ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৭৭ রান করে ভারত। এদিনও যশস্বীর ব্যাটে আসে ৮৮ রান। তিনি আউট হতেই ধসে যায় ভারতীয় মিডল অর্ডার। রান তাড়া করতে নেমে রবি বিষ্ণোইয়ের ঘূর্ণিতে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু মাথা ঠান্ডা রেখে দেশকে বিশ্বকাপ এনে দেন অধিনায়ক আকবর আলি। ৪২.১ ওভারেই ফাইনাল জয় বাংলাদেশের।
যখন ৫৪ বলে মাত্র ১৫ রান দূরে ছিল বাংলাদেশ তখন খেলায় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷ তবে সেই বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয় ৷ দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার পর বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩০ বলে মাত্র ৭ রান ৷ ডাকওয়ার্থ লুইসে নতুন লক্ষ্য বেঁধে দেওয়া হয় ১৭০ রানের ৷ ওই ৭ রান করতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশি ব্যাটসম্যানদের ৷ সুশান্ত মিশ্রর প্রথম বলে সিঙ্গল নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ৷
advertisement
advertisement
চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত বাউন্ডারি ৷ পরের বলে ডিফেন্ড করে শেষ বলে রাকিবুল নেন একটি সিঙ্গল ৷ এর ফলে পরের ওভারে স্ট্রাইক পান রাকিবুল ৷ আনলেকারের বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড়ন রাকিবুল ৷ তারপরেই ইতিহাস ! ফেভারিট ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রাকিবুলের সিঙ্গল ও বাংলাদেশের বিশ্বজয় ! ইতিহাসে ১১ বাঙালি, দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement