Zimbabwe স্পেলিং যা লিখলেন পাকিস্তানের বাবর আজম, হাসাহাসি পড়ে গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Babar Azam Spelling mistake: জিম্বাবোয়ে স্পেলিং যা লিখলেন বাবর আজম, দেখুন।
#সিডনি: লোকজন মজা করে লিখছেন, জিম্বাবোয়ে এই জন্যই বদলা নিল! বাবর আজম জিম্বাবোয়ে স্পেলিং যা লিখেছিলেন, তা নিয়ে এখন নেটপাড়ায় হাসাহাসি।
পাকিস্তানি ক্রিকেটারদের ইংরেজিতে কথা বলা বা লেখা নিয়ে প্রায়ই মজা করেন অনেকে। ম্যাচের পর ধারাভাষ্যকারের সঙ্গে কথোপকথন হোক বা সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা, পাকিস্তানি ক্রিকেটাররা প্রায়ই ট্রোলড হন।
আরও পডুন- বাঘের ডেরায় গব্বর! বিশ্বকাপে সুযোগ না পেয়ে জঙ্গলে হাজির ভারতীয় তারকা
এবার সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ট্রোলড হচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সাত বছর আগে তাঁর করা একটি টুইট খুঁজে বের করেছে কেউ বা কারা! তা নিয়ে হাসাহাসি চলছে। সেই টুইটে জিম্বাবোয়ে স্পেলিং ভুল লিখেছিলেন বাবর।
advertisement
advertisement
জিম্বাবোয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে। অনেকেই পাকিস্তানের এই পরাজয়ের সঙ্গে বাবরের সেই টুইটের যোগসূত্র বের করেছেন। কেউ কেউ মজা করে বলছেন, বাবর এমন বানান লিখেছিলেন বলেই জিম্বাবোয়ে বদলা নিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। ভারত প্রথম ম্যাচে হারায় তাদের। তার পর জিম্বাবোয়ের কাছে হারের পর তাদের কষ্ট দ্বিগুণ বেড়েছে। এখন তাদের বাকি ম্যাচগুলো জিততেই হবে। তার পরও অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এদিকে দলের অধিনায়ক বাবর আজম সেই পুরনো টুইট নিয়ে ট্রোলড হচ্ছেন।
advertisement
বাবর আজমের সাত বছর আগের একটি টুইট ভাইরাল হয়েছে। এতে বাবর ইংরেজিতে শুধু 'ওয়েলকাম জিম্বাবোয়ে' লিখেছিলেন। তাতে জিম্বাবোয়ে স্পেলিং ভুল লিখেছিলেন বাবর।
আরও পড়ুন- মেয়েদের ক্রিকেটের কাছে দিওয়ালি গিফট, সমাজে যাবে নতুন বার্তা! সমান টাকা নিয়ে বক্তব্য ঝুলনের
Welcome zimbaway
— Babar Azam (@babarazam258) May 19, 2015
advertisement
ye jo tumne zimbabwe ki galat spelling likhi hai uska badla liya hai un ne
— Tatya Vinchu (@TatyaVinc) October 28, 2022
বাবরের সেই টুইট মে ২০১৫- র। সেবার পাকিস্তান সফরে যায় জিম্বাবোয়ে। দুই দলের মধ্যে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। জিম্বাবোয়ে দল পাকিস্তানে পৌঁছলে স্বাগত জানাতে ওই টুইট করেছিলেন বাবর আজম। বাবর লিখেছেন, 'ওয়েলকাম জিম্বাওয়ে।' এই টুইটের জেরে ফের প্রচণ্ড ট্রোলড হচ্ছেন বাবর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 2:23 PM IST