ফাইনাল হারের পর হতাশ বাবর আজম, মুখ খুললেন নিজের দলের পারফরম্যান্স নিয়ে

Last Updated:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ১ ওভার বাকি থাকতে জয় পায় ইংল্যান্ড।

#মেলবোর্ন: ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মাটিতেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বজয় করেছিল ইমরান খানের পাকিস্তান। ৩০ বছর পর সেই অস্ট্রেলিয়াতেই ইংল্যান্ডকেই হারিয়ে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাটে বিশ্বজয় করার সুযোগ ছিল বাবর আজমের কাছে। কিন্তু ইমরান হতে পারেননি বাবর। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে পাকিস্তানকে। ম্যাচ শেষে নিজের দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড় মন্তব্য করলেন পাক অধিনায়ক।
ভারত ও জিম্বাবোয়ের কাছে হেরে একসময় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাকিস্তানের। সেখানে ঘুড়ে দাঁড়িয়ে পৌছায় ফাইনালে। ভাগ্যও সাথ দেয় কিছুটা। কিন্তু ফাইনাল হারের পর হতাশ বাবর আজম। ব্যাট হাতেও এই বিশ্বকাপে বাবর আজমকে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি। কিন্তু ফাইনাল সহ পুরো প্রতিযোগিতায় তার দল যে ক্রিকেটটা খেলেছে, যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেছেন বাবর আজম।
advertisement
ফাইনালে ১৩৭ রানের সামান্য রসদ নিয়ে পাক বোলাররা দুরন্ত লড়াই করে। একসময় ইংল্যান্ডকে চাপেও ফেলে দিয়েছে শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাদাব খানরা। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় দলের প্রশংসা করে বাবর আজম লেখেন,'দলের উপর অসম্ভব গর্বিত। তোমরা সবাই যোদ্ধার মতো লড়াই করেছ। তোমরা যে ভাবে খেলেছ, তার জন্য সবাইকে ধন্যবাদ। পাকিস্তান জিন্দাবাদ।'
advertisement
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফাইনাল হারের পর হতাশ বাবর আজম, মুখ খুললেন নিজের দলের পারফরম্যান্স নিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement