#ইসলামাবাদ: ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খুব বিশ্রীভাবে হেরেছে৷ লর্ডসে আয়োজকরা ১০০ রানে জিতেছে৷ রিস টপলে ইংল্যান্ড -র হয়ে ৬ উইকেট নিয়ে বাজিমাত করেন৷ ইংল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে থমকে যায়৷ বিরাট কোহলি এদিনের ম্যাচেও নিজের ফ্লপ শো জারি রেখেছেন৷ প্রথম ম্যাচে বিরাট কোহলি একেবারেই করুণ অবস্থায় ছিলেন আর দ্বিতীয় একদিনের ম্যাচেও তাঁর ব্যাট কথা বলল না৷ এদিন ২৫ বলে ১৬ রান করে আউট হন তিনি৷
আউটসাইড অফের বল তাড়া করে কোহলি ব্যাটের খোঁচায় উইকেট কিপার জস বাটলারকে সহজ ক্যাচ দেন৷ টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির লাগাতার খারাপ ফর্ম নিয়ে খুবই চিন্তিত৷ ভারত অধিনায়ক বেশ লম্বা সময় ধরে খারাপ ফর্ম বজায় রেখেই চলেছেন৷ ২০২২ -র ১৬ ম্যাচে ৩৪১ রান মাত্র করেছেন৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া পঞ্চম টেস্টেও কিছু প্রভাব ফেলতে পারেননি৷ আন্তর্জাতিক ক্রিকেটে যেটা তাঁর ফেরার ম্যাচ ছিল৷ কোহলি দুটি ইনিংসে ১১ ও ২০ রান করেন৷ আর দুটি টি টোয়েন্টিতে ১ ও ১১ রান করেন৷
আরও পড়ুন - West Bengal Weather Update: হু হু করে হাওয়া সঙ্গে জোরালো বৃষ্টি! কলকাতার ওয়েদার আপডেট কি বলছেডানহাতি ব্যাটসম্যান সমস্ত জায়গা থেকে তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন৷ এমনকি ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও তাঁকে একেবারে তীব্র নিন্দা করেছেন৷ এই অবস্থায় সীমান্ত পার থেকে সমর্থণ পেলেন বিরাট কোহলি৷
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই মুহূর্তে পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম৷ তিনি আইসিসি ক্রমতালিকার টি টোয়েন্টিতে এক নম্বর, একদিনের ক্রিকেটেও তাই, আর টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে রয়েছেন৷ তিনি বিরাট কোহলির সমর্থণে ট্যুইট করেছেন৷
আরও পড়ুন - Ivana Trump Passed Away: ৭৩ এ চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী, আবেগতাড়িত স্বামী যা বললেনতিনি লিখেছেন, “This too shall pass. Stay strong. #ViratKohli,” অর্থাৎ ‘‘এই অবস্থা দ্রুত চলে যাবে, শক্ত থাকুন বিরাট কোহলি৷ ’’
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
এই ছবিতে কোহলি এবং বাবর আজমকে দেখা যাচ্ছে৷ এই ছবি তখনকার যখন বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন৷ অক্টোবরে টি টোয়েন্টি ম্যাচে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল৷ সেই ম্যাচ ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল৷
বাবর ১৬ জুলাই থেকে ক্রিকেট মাঠে ফিরবেন৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট খেলবে পাকিস্তান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babar Azam, Ind vs Eng, Virat Kohli