Alyssa Healy : এমন হারাল ভারত, অস্ট্রেলিয়ার ক্রিকেটে অশান্তি! মেয়েদের ক্রিকেটের বিরাট তারকা নিতে পারেন অবসর, নামটা চমকে দেবে

Last Updated:

Alyssa Healy Retirement Hints- মহিলাদের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে অবসরের ইঙ্গিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালিসা হিলির।

News18
News18
কলকাতা: অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি বৃহস্পতিবার রাতে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর আবেগপ্রবণ হয়ে ইঙ্গিত দিলেন, সম্ভবত এটিই ছিল তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ। এই হারের সঙ্গে শেষ হল সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আধিপত্যের এক যুগ।
চোট কাটিয়ে দলে ফিরে আসা হিলি অসহায়ভাবে দেখলেন, কীভাবে জেমাইমা রডরিগেজের অপরাজিত ১২৭ এবং হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংস ভারতকে ৩৩৯ রানের লক্ষ্যমাত্রার কাছে পৌঁছে দিল!  হিলি ম্যাচ শেষে বলেন, “পুরো টুর্নামেন্টে সবাই দারুণ অবদান রেখেছে, তাই এখন এখানে দাঁড়িয়ে থাকা সত্যিই হতাশাজনক। আমরা সুযোগ তৈরি করেছিলাম, চাপ সৃষ্টি িকরেছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি।”
advertisement
ফিবি লিচফিল্ডের ১১৯ রানএলিস পেরির ৭৭ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে ৩৩৮ রানে পৌঁছে দেয়, যা দেখে মনে হচ্ছিল তারা সহজেই ফাইনালে যাবে। কিন্তু রডরিগেজ যখন ৮২ রানে ছিলেন, তখন হিলির একটি সহজ ক্যাচ ফসকে যায়, সেটিই যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচ শেষে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান, তখন ৩৫ বছর বয়সী হিলি হেসে বলেন, “আমি তখন থাকব না। খেলার সৌন্দর্য এখানেই, নতুনদের দেখা যাবে। আগামী বছর মাঝামাঝি একটা টি২০ বিশ্বকাপ আছে, যা আমাদের দলের জন্য দারুণ রোমাঞ্চকর। তবে আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছু পরিবর্তন আসবেই।”
advertisement
advertisement
এই মন্তব্য কার্যত তাঁর এক উজ্জ্বল ওয়ানডে কেরিয়ারের সমাপ্তি নির্দেশ করে। ১২৩ ম্যাচে ৩,৫৬৩ রান, গড় ৩৫.৯৮, ৭টি শতরান১৮টি অর্ধশতরান, প্রায় ১০০ স্ট্রাইক রেট, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার হিসেবে তিনি বিদায় নিচ্ছেন। চলতি বিশ্বকাপেও ৫ ম্যাচে ২৯৯ রান (গড় ৭৪.৭৫) করে তিনি নিজেকে প্রমাণ করেছেন।
advertisement
তবে হিলির বক্তব্যে ছিল ভবিষ্যতের প্রতি আশাবাদের সুরও। তিনি বলেন,“আমাদের মতো বয়স্ক খেলোয়াড়দের বিদায় নিতে দেখা একটু অদ্ভুত অনুভূতি, কিন্তু পরের প্রজন্মের খেলোয়াড়দের উঠে আসা দারুণ ব্যাপার। ফিবি আজ অসাধারণ খেলেছে, দলকে দারুণ শুরু এনে দিয়েছে। আগামী চার বছর খুব উত্তেজনাপূর্ণ হবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Alyssa Healy : এমন হারাল ভারত, অস্ট্রেলিয়ার ক্রিকেটে অশান্তি! মেয়েদের ক্রিকেটের বিরাট তারকা নিতে পারেন অবসর, নামটা চমকে দেবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement