Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত বেশ কিছু দিন ধরেই ভারতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে৷ গত বৃহস্পতিবার ইনদৌর শহরের খাজরানা রোড এলাকায় এই ঘটনা ঘটেছে৷
ভারতে বিশ্বকাপ ক্রিকেটে খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়া দলের এক মহিলা ক্রিকেটার৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইনদৌরে৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
গত বেশ কিছু দিন ধরেই ভারতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে৷ গত বৃহস্পতিবার ইনদৌর শহরের খাজরানা রোড এলাকায় এই ঘটনা ঘটেছে৷ অভিযোগ, একটি ক্যাফেতে যাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়েছিলেন দুই মহিলা ক্রিকেটার৷ তখনই রাস্তায় মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি ওই দুই মহিলা ক্রিকেটারের পিছু নেয় বলে অভিযোগ৷ এমন কি, অভিযুক্ত দুই ক্রিকেটারের মধ্যে একজনের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ৷
advertisement
পুলিশ জানিয়েছে, হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া দলের ওই দুই মহিলা ক্রিকেটার৷ তখনই তাদের অনুসরণ করতে শুরু করে একটি মোটরসাইকেল৷ এর পর কাছে এসে মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি আপত্তিজনক ভাবে একজন মহিলা ক্রিকেটারের শরীরে হাত দেয় ওই অভিযুক্ত৷ এর পরেই জোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় সে৷
advertisement
সঙ্গে সঙ্গেই দলের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমনসকে বিষয়টি জানান ওই দুই মহিলা ক্রিকেটার৷ সিকিউরিটি অফিসারের মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন অস্ট্রেলিয়ার দলের নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ অফিসাররা৷
advertisement
পরে ইনদৌর পুলিশের এসিপি হিমানি মিশ্র ওই দুই মহিলা ক্রিকেটারের সঙ্গে দেখা করে তাঁদের বয়ান নথিভুক্ত করেন৷ দায়ের করা হয় এফআইআর৷ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রেখেছিলেন৷ ফলে অভিযুক্তকে চিহ্নিত করতে সুবিধা হয় পুলিশের৷ এর পরেই আকিল খান নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ পুলিশ জানিয়েছে, ধৃতের অতীতেও অপরাধের রেকর্ড রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 2:12 PM IST

