Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত

Last Updated:

গত বেশ কিছু দিন ধরেই ভারতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে৷ গত বৃহস্পতিবার ইনদৌর শহরের খাজরানা রোড এলাকায় এই ঘটনা ঘটেছে৷

বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার৷ ছবি- এপি
বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার৷ ছবি- এপি
ভারতে বিশ্বকাপ ক্রিকেটে খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়া দলের এক মহিলা ক্রিকেটার৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইনদৌরে৷ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
গত বেশ কিছু দিন ধরেই ভারতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের আসর বসেছে৷ গত বৃহস্পতিবার ইনদৌর শহরের খাজরানা রোড এলাকায় এই ঘটনা ঘটেছে৷ অভিযোগ, একটি ক্যাফেতে যাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়েছিলেন দুই মহিলা ক্রিকেটার৷ তখনই রাস্তায় মোটরসাইকেল নিয়ে এক ব্যক্তি ওই দুই মহিলা ক্রিকেটারের পিছু নেয় বলে অভিযোগ৷ এমন কি, অভিযুক্ত দুই ক্রিকেটারের মধ্যে একজনের শ্লীলতাহানি করে বলেও অভিযোগ৷
advertisement
পুলিশ জানিয়েছে, হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন অস্ট্রেলিয়া দলের ওই দুই মহিলা ক্রিকেটার৷ তখনই তাদের অনুসরণ করতে শুরু করে একটি মোটরসাইকেল৷ এর পর কাছে এসে মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি আপত্তিজনক ভাবে একজন মহিলা ক্রিকেটারের শরীরে হাত দেয় ওই অভিযুক্ত৷ এর পরেই জোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় সে৷
advertisement
সঙ্গে সঙ্গেই দলের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমনসকে বিষয়টি জানান ওই দুই মহিলা ক্রিকেটার৷ সিকিউরিটি অফিসারের মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন অস্ট্রেলিয়ার দলের নিরাপত্তার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ অফিসাররা৷
advertisement
পরে ইনদৌর পুলিশের এসিপি হিমানি মিশ্র ওই দুই মহিলা ক্রিকেটারের সঙ্গে দেখা করে তাঁদের বয়ান নথিভুক্ত করেন৷ দায়ের করা হয় এফআইআর৷ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রেখেছিলেন৷ ফলে অভিযুক্তকে চিহ্নিত করতে সুবিধা হয় পুলিশের৷ এর পরেই আকিল খান নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ পুলিশ জানিয়েছে, ধৃতের অতীতেও অপরাধের রেকর্ড রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement