• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • বেঙ্গালুরু টেস্টের আগে ফুরফুরে মেজাজে টিম অস্ট্রেলিয়া

বেঙ্গালুরু টেস্টের আগে ফুরফুরে মেজাজে টিম অস্ট্রেলিয়া

Photo: PTI

Photo: PTI

অটো চালক মাইকেল ক্লার্ক। ও’কিফের হাতে আঁকার তুলি। দ্বিতীয় টেস্টের আগে এক অন্য মেজাজে অস্ট্রেলিয়া।

 • Share this:

  #বেঙ্গালুরু: অটো চালক মাইকেল ক্লার্ক। ও’কিফের হাতে আঁকার তুলি। দ্বিতীয় টেস্টের আগে এক অন্য মেজাজে অস্ট্রেলিয়া।

  মাঠে যাই হোক না কেন, ভারত সম্পর্কে অজি ক্রিকেটারদের টান সবসময়ের। তা ব্যারাকপুরে স্টিভ ওয়ার উদয়ন হোক, বা চেন্নাইয়ে ম্যাথু হেডেনের রেস্তোরাঁ। তবে, তাঁদের হয়তো ছাপিয়ে গেলেন আর এক প্রাক্তন মাইকেল ক্লার্ক। বর্ডার-গাভাস্কর ট্রফির কমেন্ট্রি করতে এসেছেন স্মিথ। আর বেঙ্গালুরুতে তাঁকে অবসর সময় পাওয়া গেল অটো চালক হিসেবে।

  টুকটুক চালিয়ে বেজায় খুশি প্রাক্তন অধিনায়ক। ‘অটো ড্রাইভ’ পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। মাইকেল ক্লার্ক যখন অটো চালাচ্ছেন, তখন খোশ মেজাজে ছবি আঁকছেন পুণের নায়ক স্টিভ ও’কিফ। ছবি আঁকছেন অধিনায়ক মাইকেল ক্লার্কের। দ্বিতীয় টেস্টের আগে অজিদের অন্দরে চলে এই প্রতিযোগিতা। কার তুলিতে সেরা স্টিভ স্মিথ ? সেই প্রতিযোগিতায় জিতলেন মন্টির ছাত্র।

  First published: