Novak Djokovic: নাদালের সঙ্গে সমান-সমান, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২২ গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ

Last Updated:

ফাইনালে সিটসিপাসের বিরুদ্ধে ৬-৩, ৭-৬, ৭-৬ অর্থাৎ স্ট্রেট সেটে জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল৷ এই নিয়ে তিনি ১০ তম বার  অস্ট্রেলিয়ান ওপেন  খেতাব জিতলেন।

australian open final novak djokovic beat tsitsipas
australian open final novak djokovic beat tsitsipas
#মেলবোর্ন: টেনিস জগতে দুই জায়ান্টের মধ্যে লড়াই শেষে হাসি এল জোকোভিচের মুখেই৷ স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে কে কাকে টেক্কা দেবে তার লড়াই চলছে। ২০২৩ সালের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন জিতে জোকোভিচ, নাদালের ২২ টি  গ্র্যান্ডস্ল্যাম শিরোপার সঙ্গে সমান করে ফেললেন। ফাইনালে সিটসিপাসের বিরুদ্ধে ৬-৩, ৭-৬, ৭-৬ অর্থাৎ স্ট্রেট সেটে জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল৷ এই নিয়ে তিনি ১০ তম বার  অস্ট্রেলিয়ান ওপেন  খেতাব জিতলেন।
জোকোভিচের দশম অস্ট্রেলিয়ান ওপেন
২০০৮ সালে, জোকোভিচ তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। তারপর থেকে, তিনি ১০ বার এই শিরোপা দখল করেছেন। ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১ এবং এবার ২০২৩ সালেও তিনি ফের একবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন৷
advertisement
advertisement
২২ তম গ্র্যান্ড  স্ল্যাম
১০ টি অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও, জোকোভিচ ২০১৬ এবং ২০২১ সালে ফরাসি ওপেন জিতেছেন। এই সার্বিয়ান অভিজ্ঞ খেলোয়াড় ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১, ২০২২-এ  মোট ৭ বার উইম্বলডন জিতেছেন৷ ২০১১, ২০১৫,  ২০১৮ সালে ইউএস ওপেন  জিতেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Novak Djokovic: নাদালের সঙ্গে সমান-সমান, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২২ গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement