Sania Mirza: কামাল সানিয়া-বোপান্নার, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে ভারতীয় জুটি
- Published by:Sudip Paul
Last Updated:
Sania Mirza: রোহন বোপান্নার সঙ্গে জুটি বেধে কামাল করে দেখালেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে পৌছে গেলেন ভারতীয় তারকা জুটি। খেলার ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনকেই নিজের পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম হিসেবে বেছে নিয়েছিলেন সানিয়া মির্জা। কিছু করে দেখানোর বাড়তি তাগিদও ছিল ভারতীয় টেনিস সুন্দরীর। মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল। ফলে শেষ আশা ছিল মিক্সড ডাবলস। আর সেখানেই রোহন বোপান্নার সঙ্গে জুটি বেধে কামাল করে দেখালেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে পৌছে গেলেন ভারতীয় তারকা জুটি।
সেমি ফাইনালের লড়াই মোটেই সহজ ছিল না সানিয়া মির্জা ও রোহন বোপান্নার। প্রতিযোগিতার তৃতীয় বাছাই স্কুপস্কি-ক্রাভচেক জুটিকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয় ভারতীয় জুটিকে। ১ ঘণ্টা ৫৩ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর খেলার ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৫) জিতে নেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। দ্বিতীয় সেটেও জয়ের সুযোগ ছিল সানিয়াদের সামনে। কিন্তু টাইব্রেকারে একাধিক আনফোর্সড এরর করে ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করেন তাঁরা। দ্বিতীয় সেটের ফল ৬-৭ (৫-৭)। তবে তৃতীয় সেট ১০-৬ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিৎ করেন সানিয়া-বোপান্না জুটি।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে ২ বার অস্ট্রেলিয়ার ওপেন জিতেছে সানিয়া মির্জা। ২০০৯ সাবে মিক্সড ডাবলসে প্রথমবার জয় পান ভারতীয় মহিলা টেনিস তারকা। সেবার সানিয়ার সঙ্গী ছিলেন মহেশ ভূপতি। আর ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে মহিলাদেক ডাবলস জিতেছিলেন সানিয়া মির্জা। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে জয়ে পেতে মরিয়া সানিয়া। একইসঙ্গে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে আরও একবার সানিয়ার জয় দেখার অপেক্ষায় গোটা দেশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 5:09 PM IST