হোম /খবর /খেলা /
কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সানিয়াকে

Sania Mirza: পূরণ হল না চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সানিয়াকে

Sania Mirza and Rohan Bopanna

Sania Mirza and Rohan Bopanna

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হার সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটির। স্ট্রেট সেটে হারতে হল ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে। খেলার ফল ৬-৭ (২-৭), ২-৬।

  • Share this:

মেলবোর্ন: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের শেষটা মধুর হল না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্স ডাবলসের ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি। ফাইনালে সেভাবে খুব একটা লড়াই দিতে পারল না ভারতীয় জুটি। স্ট্রেট সেটে হারতে হল ব্রাজিলের স্টেফানি-মাতোস জুটির কাছে। খেলার ফল ৬-৭ (২-৭), ২-৬। চ্যাম্পিয়ন না হতে পারলেও কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলে ও রানার্স হয়ে তা সানিয়া মির্জা স্মরণীয় করে রাখলেন বলাই যায়।

ফাইনালে ম্যাচের শুরুটা খুব একটা খারাপ করেননি সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি। একসময় লিডও নিয়েছিল ভারতীয় জুটি। কিন্তু সানিয়া-বোপান্নার সার্ভিস প্রতিপক্ষ ব্রাজিলীয় জুটি ভাঙতেই ম্যাচের রাশ হারাতে শুরু করেন তারা। প্রথম সেটে তাও লড়াই হয়। টাইব্রেকার পর্যন্ত গড়ায়। কিন্তু টাই ব্রেকারে দাঁড়াতে পারেনি ভারতীয় জুটি। ২-৭ গেমে হেরে যায়। আর দ্বিতীয় সেটে কোনও লড়াই দিতে পারেনবি সানিয়া ও বোপান্না। ২-৬ গেমে ম্যাচ জিতে নেন স্টেফানি-মাতোস জুটি।

আরও পড়ুনঃ Lionel Messi: বরফে ঘেরা পুলের জলে উষ্ণতার খোঁজে মেসি, আল্পসে ভাইরাল লিও-আন্তোনেলার রোম্যান্স

প্রসঙ্গত, এর আগে ২ বার অস্ট্রেলিয়ার ওপেন জিতেছে সানিয়া মির্জা। ২০০৯ সাবে মিক্সড ডাবলসে প্রথমবার জয় পান ভারতীয় মহিলা টেনিস তারকা। সেবার সানিয়ার সঙ্গী ছিলেন মহেশ ভূপতি। আর ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে মহিলাদেক ডাবলস জিতেছিলেন সানিয়া মির্জা। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটাও জয় দিয়ে শেষ করতে চেয়েছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সানিয়া মির্জাকে।

Published by:Sudip Paul
First published:

Tags: Australian Open, Sania Mirza, Tennis