Indore Incident : গোটা দেশের মাথা হেঁট! ভারতে খেলতে এসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শ্লীলতাহানি, শেষমেশ মুখ খুলল প্রশাসন

Last Updated:

Indore Incident : ইন্দৌর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে খাজরানা রোড চত্বরে এই ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার দু'জন মহিলা ক্রিকেটার নিজেদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হাঁটছিলেন। তখনই একজন মোটরবাইকে তাঁদের পিছু নেয়।

News18
News18
কলকাতা :  ভারতে বিশ্বকাপ খেলতে এসেছিলেন তাঁরা। কিন্তু এমন বিপদ যে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের জন্য অপেক্ষা করছিল, তা কে জানত! মধ্যপ্রদেশের ইন্দৌরে শ্লীলতাহানির শিকার দুই অজি ক্রিকেটার।
ইন্দৌর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে খাজরানা রোড চত্বরে এই ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার দু’জন মহিলা ক্রিকেটার নিজেদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হাঁটছিলেন। তখনই একজন মোটরবাইকে তাঁদের পিছু নেয়। কিছুটা দূর যাওয়ার পর দু’জন ক্রিকেটারের শ্লীলতাহানি করে। এর পর পুলিশে অভিযোগ দায়ের করে অস্ট্রেলিয়া দল।
আকিল নামক এক যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ভারতীয় আইনের ৭৪ এবং ৭৮ ধারায় অভিযোগ দায়ের করা তারা জানিয়েছে, ‘এই ঘটনায় আমরা সত্যি শোকস্তব্ধ। কোনও মহিলার এমন জঘন্য অভিজ্ঞতার শিকার হওয়া উচিত নয়। উল্লেখ্য, আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতেই এক সপ্তাহ ধরে মধ্য প্রদেশের ইন্দোরে রয়েছে অস্ট্রেলিয়া টিম।
advertisement
advertisement
২৫ অক্টোবর পুলিশই প্রথমে এই ঘটনার কথা জানায়। পুলিশের তরফে জানানো হয়, অস্ট্রেলিয়া টিমের দুই মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে এমন ঘটনায় নিন্দার ঝড় দেশজুড়ে। অনেকেই বলছেন, এমন ঘটনা দেশের সুনামে কালি ফেলল। ভারতে খেলতে এসে বিদেশি ক্রিকেটারদের এমন হেনস্থার শিকার হওয়ার ঘটনা গোটা দেশে মহিলাদের নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে ফেলল।
advertisement
আরও পড়ুন- অধিনায়কত্ব থেকে হঠিয়ে দেওয়ার বদলা! আগরকর-গম্ভীরদের মুখে পারফরম্যান্সের ‘চড়’ রোহিতের
পুলিশ আরও জানিয়েছে, অজি ক্রিকেটাররা বিপদে পড়ে সঙ্গে সঙ্গে এসওএস মেসেজ পাঠান। তার পর তাদের টিম সিকিউরিটি অফিসার আসেন। বিকেলে এফআইআর দায়ের করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Indore Incident : গোটা দেশের মাথা হেঁট! ভারতে খেলতে এসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের শ্লীলতাহানি, শেষমেশ মুখ খুলল প্রশাসন
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement