Commentator Crying : হাউ হাউ করে কাঁদছেন দু'জন ধারাভাষ্যকার! ক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, কারণটা শুনলে চোখে জল আসবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ro-Ko Partnership- রোহিত ও বিরাট, দুজনেই তাঁদের গৌরবময় কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেছেন। অনেকের বিশ্বাস, হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে তাঁরা শেষবার একসঙ্গে ব্যাট করলেন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার আবেগে ভেঙে পড়েছেন।
কলকাতা: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। শেষ ম্যাচে দেখা গেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির এক অনবদ্য ইনিংস। সেই পুরনো জুটি ফিরেছে আবার! দুই কিংবদন্তি অপরাজিত থেকে ভারতকে সহজ জয়ের কাছে পৌঁছে দেন। সিরিজ জেতা হয়নি ভারতের। তবে শেষ ম্যাচ জিতে ভারতীয় দল মানরক্ষা করেছে।
রোহিত ও বিরাট, দুজনেই তাঁদের গৌরবময় কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছেছেন। অনেকের বিশ্বাস, হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে তাঁরা শেষবার একসঙ্গে ব্যাট করলেন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার আবেগে ভেঙে পড়েছেন। ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ইনিংস খেলছেন। আর সেটা দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তাঁরা।
advertisement
তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মা ও বিরাট কোহলি একসঙ্গে অপরাজিত থেকে গড়ে তুলেছিলেন ১৬৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ। রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়ে খেলেন অসাধারণ ১২১* রানের ইনিংস, আর বিরাট তাঁকে সমর্থন দেন সাবলীল ৭৪* রানে।
advertisement
এই আবেগঘন মুহূর্ত শুধু দর্শকদেরই নয়, ধারাভাষ্যকারদেরও নাড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় Sen Cricket নামের একটি পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকারের চোখে জল। কারণ তিনি উপলব্ধি করেন, হয়তো এই শেষবারের মতো রোহিত ও বিরাটকে একসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দেখা গেল।
advertisement
It was Rohit Sharma and Virat Kohli’s last match in Australia, and one of the commentators started crying when they played the final ball… pic.twitter.com/8b78UZ4SPo
— Selfless⁴⁵ (@SelflessCricket) October 26, 2025
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় ভক্তদের এখন কিছু সপ্তাহ অপেক্ষা করতে হবে তাঁদের প্রিয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আবার মাঠে দেখতে।
advertisement
আরও পড়ুন- রেখা-ইমরান খানের প্রেম! বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, একটা কারণে ভেঙে চুরমার সম্পর্ক!
ভারতীয় দল পরবর্তী ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর, ২০২৫ থেকে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ সূচি:
১ম ওয়ানডে: ৩০ নভেম্বর ২০২৫ – রাঁচি
advertisement
২য় ওয়ানডে: ৩ ডিসেম্বর ২০২৫ – রায়পুর
৩য় ওয়ানডে: ৬ ডিসেম্বর ২০২৫ – বিশাখাপত্তনম
রাঁচির ম্যাচটি হতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে প্রত্যাবর্তনের বিশেষ মুহূর্ত। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারও তাঁদের ব্যাটে সেই পুরনো জাদু দেখার জন্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 1:53 PM IST

