#ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে হাই ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পরিস্থিতির বিচারে নিয়মরক্ষার ম্যাচ। অজিদের টার্গেট শীর্ষস্থান। আর জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করতে চান ডু’প্লেসিরা। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ৷
Justin Langer: "There's no way we'll ever get complacent – not with what has happened in the last 12 months." #FafduPlessis: "There's still a lot to play for – we're a very proud team and that showed in our last game against Sri Lanka."#AUSvSA preview pic.twitter.com/YP1y0rTP2z
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
হতে পারত গ্রুপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু আজ ম্যানচেস্টারের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই পরিণত হয়েছে নিয়মরক্ষার। তবে অজিদের টার্গেট, লিগ টেবিলের নম্বর ওয়ান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট ফিঞ্চ-স্মিথদের। প্রোটিয়ােদর বিরুদ্ধে জিতলে ৪ নম্বরে থাকা কিউইদের বিরুদ্ধে সেমিতে নামবে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডের থেকে উইলিয়ামসনদের চাইছে অজি ব্রিগেড। তবে অস্ট্রেলিয়া হারালে আর ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলে শীর্ষস্থানে পৌঁছে যাবেন বিরাটরা। তাই জয় ছাড়া কিছু ভাবতে নারাজ অজি বাহিনী। সেমির আগে পরীক্ষা-নিরীক্ষা নয়। সেরা একাদশই নামতে চান কোচ পন্টিং।
IN: Tabraiz Shamsi OUT: Hashim Amla (injured)
: Unchanged#CWC19 | #AUSvSA pic.twitter.com/HHOcklPny2 — Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
অন্যদিকে কাপ লড়াইয়ে ব্যর্থ ডু-প্লেসিরা সম্মানজনক জয়ের খোঁজে। শেষ ম্যাচে অজিদের হারিয়ে বিশ্বকাপ শেষ করতে চাইছেন আমলা-রাবাদারা। কিন্তু শেষ ম্যাচে নামার আগে চোট চিন্তায় পন্টিং শিবির। নেটে হাতে চোট পাওয়াতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শন মার্শ। চোট পেয়েছেন ম্যাক্সওয়েলেও। তবে অজি শিবিরে স্বস্তি মিচেল স্টার্ক-কামিন্সদের আগুনে ফর্ম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australia vs South Africa, ICC Cricket World Cup 2019, World Cup 2019