শততম টেস্টে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, মেলবোর্নে চালকের আসনে অজিরা
- Published by:Sudip Paul
Last Updated:
প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার।
#মেলবোর্ন: মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার তারকা অপেনার ডেভিড ওয়ার্নার। শুধু ব্যাট হাতে নিজের রানের খরার অবসান ঘটালেন তাই না, শতরান ও দ্বিশতরানও করলেন তিনি। ওয়ার্নারের ডবল টনের উপর ভর করেই সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ব্যাগি গ্রিনরা।
প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছিল অজিরা। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। ৩ বছর পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন। ডবল সেঞ্চুির পূরণ করার পর জাম্প দিতে গিয়ে পায়ে চোট লাগে তার। রিটায়ার্ড হার্ট হয়েমাঠ ছাড়তে হয়।
advertisement
David Warner becomes only the second batter to score a double hundred in their 100th Test 🙌
Watch #AUSvSA LIVE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺#WTC23 | 📝 https://t.co/FKgWE9jUq4 pic.twitter.com/lXfn50rf5C — ICC (@ICC) December 27, 2022
advertisement
দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ৩ উইকেটে ৩৮৬। ওয়ার্নার ছাড়া ৮৫ করেন স্টিভ স্মিথ ও ৪৮ রান করেন ট্রেভিস হেড। এদিন ওয়ার্নারের ২০০ রানের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন। শততম টেস্টে দ্বিশতরান করে একাধিক রেকর্ড গড়লেনওয়ার্নার। এক ঝলকে দেখে নিন কোন কোন রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার।
advertisement
১. ক্রিকেট ইতিহাসে জো রুটের পর ডেভিড ওয়ার্নাপ প্রথম ব্যাটার যিনি শততম টেস্টে দ্বিশতরান করলেন।
২. রিকি পন্টিংয়ের পরে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ার্নার তাঁর ১০০তম টেস্টে শতরান করলেন
৩. গর্ডন গ্রিনিজের পর ১০০তম ওডিআই এবং ১০০তম টেস্ট উভয় ক্ষেত্রেই সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার হলেন ডেভিড ওয়ার্নার।
৪. অষ্টম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান সম্পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।
advertisement
৫. বিশ্ব ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করলেন ডেভিড ওয়ার্নার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 2:11 PM IST