আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, সেমিতে যাওয়ার আশা টিকে থাকল অস্ট্রেলিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল অস্ট্রেলিয়া। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৯ রান করল ব্যাগি গ্রিনরা। জবাবে ১৩৭ রানে শেষ আইরিশদের ইনিংস।
#গাব্বা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে অনায়াসে জিতে টি-২০ বিশ্বকাপে সেমি ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে জয় পেল অ্যারন ফিঞ্চের দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে ব্যাগি গ্রিনদের কাছে। শেষ দুটি ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে।
ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া ৩৫ রান করেন মার্কাস স্টয়নিস ও ২৮ রান করেন মিচেল মার্শ। আয়ারল্যান্ডের হয়ে ৩টি উইকেট নেন ব্যারি ম্যাককার্থি ও ২টি উইকেট নেন জসুয়া লিটল।
advertisement
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আইরিশরা। ২৫ রানের মধ্যেই অর্ধেক আয়ারল্যান্ড দল সাজঘরে ফেরত চলে যায়। একদিক থেে একা লড়াইটা চালিয়ে যান লর্কান টাকার। ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। লর্কান টাকারের পর আইরিশ দ্বিতীয় সর্বোচ্চ গ্যারেথ ডিলনে করেন ১৪ রান। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
advertisement
advertisement
এই জয়ের ফলে গ্রুপ একের দ্বিতীয় স্থানে থাকল অস্ট্রেলিয়া। মোট পয়েন্ট ৫। ২টি জয়ের ফলে ৪ পয়েন্ট ও একটি পয়েন্ট পরিত্যক্ত ম্যাচের জন্য। এই গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আয়ারল্যান্ড। ৩ ম্যাচ ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা ও ষষ্ঠ স্থানে আফগানিস্তান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 7:52 PM IST