টি-২০ বিশ্বকাপের আগে এবার চোটের কবলে অস্ট্রেলিয়া দল, ঘাড়ের চোটে কাবু তারকা ব্য়াটার

Last Updated:

টি-২০ বিশ্বকাপের আগে এবার চোটের কবলে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের প্রথম দিতে তাকে নাও পাওয়া যেতে পারে।

টি-২০ বিশ্বকাপের আগে এবার একাধিক দলের প্রধান সমস্য়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে চোট সমস্য়া। একাধিক ক্রিকেটার চোটের কবলে পড়ায় নিতে হচ্ছে বদলি। এবার চোটের কবল থেকে বাদ গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ও আয়োজক দেশ অস্ট্রেলিয়াও। দলের অন্যতম প্রধান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার চোট পাওয়ায় একটু হলেও চিন্তা বেড়েছে অ্যারন ফিঞ্চের দলের।
এখনও পর্যন্ত জানা গিয়েছে তারকা অজি ওপেনারের ঘাড়ে চোট রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় একটি ক্যাচ ধরতে গিয়ে মাটিতে সজোরে মাথা ঠুকে যায় ওয়ার্নারের। সেই সময় বুঝতে না পারলেও পরে ওয়ার্নারের ঘাড়ের চোট লাগা অংশ পড়ে শক্ত হয়ে যায়।
advertisement
এই চোটের কারণে টি-২০ বিশ্বকাপের প্রস্তপতি ম্যাচে ডেভিড ওয়ার্নার খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। এছাড়া ২২ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ার্নারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দলের তারকা ব্যাটারের চোটের দিকে নজর রাখছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। চোট যদি গুরুতর হয় তাহলে তা অস্ট্রেলিয়া দলের কাছে বড় ধাক্কা হতে চলেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত৷ গত বছর টি-২০ বিশ্বকাপে স্বপ্নে ফর্মে ছিলেন ডেভিড ওয়ার্নার। সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় ২৮৯ রান করেছিলেন ওয়ার্নার। গতবার টি-২০ বিশ্বকাপ চ্য়াম্পিয়নও হয়েছিল অজিরা। এবারও অস্ট্রেলিয়া দলের ওপেনিংয়ে বড় ভরসা ওযার্নার। তার দ্রুত ফিট হওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়া ও ওয়ার্নার সমর্থকরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
টি-২০ বিশ্বকাপের আগে এবার চোটের কবলে অস্ট্রেলিয়া দল, ঘাড়ের চোটে কাবু তারকা ব্য়াটার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement