বৃষ্টিবিঘ্নিত বক্সিং ডে টেস্ট ম্যাচের প্রথম দিনে পাকিস্তানকে টানলেন আজহার
Last Updated:
পাকিস্তান : ১৪২/৪ ( ৫০.৫ ওভার)
পাকিস্তান : ১৪২/৪ ( ৫০.৫ ওভার)
#মেলবোর্ন: ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ মানেই এই একটা টেস্ট নিয়ে আগ্রহ সবারই থাকে তুঙ্গে ৷ সেটা হল বক্সিং ডে টেস্ট ম্যাচ ৷ বড়দিনের ঠিক পরদিনকেই বক্সিং ডে হিসেবে পালন করা হয় সারা বিশ্বে ৷ আর বক্সিং ডে টেস্ট মানেই এমসিজি-তে টেস্ট ৷ এই টেস্টে প্রথম দিনেই ভাল পারফরম্যান্স করতে মরিয়া থাকে যে কোনও দলই ৷ যদিও ইতিহাস বলছে বক্সিং ডে-তে মেলবোর্নে ভিজিটার্স টিম থেকে অধিকাংশ সময়েই এগিয়ে থাকে হোম টিম অস্ট্রেলিয়াই ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ বৃষ্টির জন্য গোটা দিনের অধিকাংশ সময় নষ্ট হলেও ক্যাঙারু বোলাররা প্রথম দিন পাক ব্যাটসম্যানদের বেঁধে রাখতে সফল ৷ ৪ উইকেট হারিয়ে এদিন ১৪২ রানের বেশি তুলতে পারেনি মিসবা উল হকের দল ৷
advertisement
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক ৷ শুরুতেই ওপেনার সামি আসলামের (৯) উইকেট হারায় দল ৷ এরপর তিন নম্বরে নামা বাবর আজম (২৩), ইউনিস খান (২১) এবং অধিনায়ক মিসবা উল হক (১১) প্রায় সকলেই ব্যর্থ ৷ কিন্তু এর মধ্যেও পাকিস্তানকে টানছেন আরেক ওপেনার আজহার আলি ৷ ৬৬ রানে অপরাজিত তিনি ৷ সঙ্গী আসাদ শাফিক ( ৪ নট আউট) রয়েছেন ক্রিজে ৷ অস্ট্রেলিয়ার হয়ে এদিন দুটি উইকেট নেন জ্যাকসন বার্ড ৷ বাকি একটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড এবং লিয়ঁ ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2016 6:04 PM IST