পূজারা-রাহানের হাত ধরে চিন্নাস্বামীতে লড়াইয়ে ফিরল ভারত
Last Updated:
ভারত: ১৮৯ ও ২১৩/৪ (৭২ ওভার)
ভারত: ১৮৯ ও ২১৩/৪ (৭২ ওভার)
অস্ট্রেলিয়া: ২৭৬
তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ১২৬ রানে ৷ হাতে রয়েছে ৬ উইকেট ৷
advertisement
#বেঙ্গালুরু: ভারতীয় ওপেনাররা শুরুটা বেশ মজবুতই করেছিলেন ৷ কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ ওপেনার অভিনব মুকুন্দ ৷ হেজলউডের বলে তাঁর স্টাম্প ছিটকে যাওয়ার পরেই ভারতীয় শিবিরে একটা অশনি সঙ্কেত দেখা দেয় ৷ কারণ মুকুন্দ প্যাভিলিয়ানে ফেরার পর খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অধিনায়ক বিরাট ( ১৫) এবং এই ইনিংসে ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রবীন্দ্র জাদেজা (২) ৷ স্মিথদের মুখে তখন চওড়া হাসি ৷ কিন্তু দিনের শেষে যে তাঁদের মুখের হাসি কেড়ে নেবেন টেকনিকের দিক থেকে ভারতীয় দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান রাহানে এবং পূজারা , সেটা হয়তো অজিরা আন্দাজও করতে পারেননি ৷ পূজারা ৭৯ রানে এবং ৪০ রানে তৃতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত রাহানে ৷ মঙ্গলবার চতুর্থ দিনে এই দুই ব্যাটসম্যানের কাঁধে ভর করেই বিপক্ষকে বড় টার্গেট দেওয়ার স্বপ্ন দেখছেন বিরাটরা ৷
advertisement
দায়িত্ব নেওয়ার পর থেকেই বোলারদের উপর আস্থা দেখিয়ে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোলাররাও তাঁকে সেই আস্থা ফিরিয়ে দিচ্ছেন। কখনও অশ্বিন, কখনও জাডেজা বিরাটের আশ্বস্ত করছেন। বেঙ্গালুরুও ব্যতিক্রম হল না। ১৮৯ রানের স্বল্প পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে ২৭৬ রানে আটকে দিলেন রবীন্দ্র জাদেজা। আলাদা করে কোনও সুবিধা নেই। চিন্নাস্বামীর বাইশ গজে ঠিক জায়গায় ফেলতে পারলেই উইকেট আসবে। আর সেই কাজটাই দু’দিন ধরে করলেন জাডেজা। ৬৩ রানে ছ’উইকেট তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান শন মার্শের (৬৬)। তৃতীয় দিন যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ার বাকি চারটে উইকেট তুলে নেওয়াটাই লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার ৷ সেই কাজে এদিন সফল বিরাট-বাহিনী ৷
advertisement
পুণেতে প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বিরাটরা ৷ রবিবার সাংবাদিক সম্মেলনেই চেতেশ্বর পূজারা জানিয়ে দিয়েছিলেন স্মিথদের ৩০০ রানের মধ্যে বেঁধে রাখাটাই লক্ষ্য ভারতের ৷ সেই কাজে সোমবার সফল বোলাররা ৷ এদিন ২৭৬ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2017 11:17 AM IST