ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সক ভিনি রমনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এবার ভারতের জামাই হিসেবে তিনি আসবেন আইপিএলে খেলতে।
গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল এবং ভিনি। বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলীয় রীতি মেনে তাদের বিয়ে হয় প্রথমে। পরে ভারতীয় পোশাকে এবং রীতি মেনে তাঁরা আনুষ্ঠানিকতা সারেন। বিয়ে উপলক্ষে মেহেদি পার্টি এবং গানের আসরও বসেছিল।
এদেশে নতুন জামাইয়ের জুতো লুকিয়ে রাখা শ্যালক-শ্যালিকাদের কাছে ভারি মজার ব্যাপার। কঠোর নিরাপত্তার মাঝেও ম্যাক্সওয়েলের জুতো কেউ লুকিয়ে রাখেন বলে খবর রটে যায়। বলা হয়, ম্যাক্সি নাকি জুতো চুরির অভিযোগ নিয়ে সোজা থানায় গিয়েছিলেন!
গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় রীতি মেনে বিয়ে করেছিলেন বটে। তবে তাঁর জুতো কেউ লুকিয়ে রাখেননি। এমনকী ম্যাক্সওয়েল থানাতেও যাননি।
ম্যাক্সওয়েল জানিয়েছিলেন, ভিনি সব সময় তাঁর পাশে থেকেছেন। একটা সময় মানসিক সমস্যা দেখা দিয়েছিল ম্যাক্সির। সেই সময় ভিনি তাঁকে সব থেকে বেশি সহায়তা করেছিলেন বলেও জানান অজি তারকা।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।