চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে অ্যাডভান্টেজ অ্যাটলেটিকোর

Last Updated:

ভিসেন্ত ক্যালদেরনে দাপট অ্যাটলেটিকো মাদ্রিদের। এবার কী উল্টো চিত্র দেখবে অ্যালিয়াঞ্জ এরিনা ? চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি পর্বে অ্যাডভান্টেজে থাকা অ্যাটলেটিকোর মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। 

#মিউনিখ: একদিকে লা লিগায় সেরার শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াই অন্যদিকে বুন্দেশলিগা ঘরে তোলা সময়ের অপেক্ষা। দুই দলের দুই চিত্র সরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি বায়ার্ন মিউনিখ-অ্যাটলেটিকো মাদ্রিদ।
প্রথম পর্বে ঘরের মাঠে ১-০ গোলে জিতে অ্যাডভান্টেজ পজিশনে অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার পাল্টা ঘরের মাঠে নিজেদের অস্তিত্ব টিঁকিয়ে রাখার লড়াই পেপ গুয়ার্দিওলার দলের। চেয়েছিলেন এরই মাঝে বুন্দেশলিগা ঘরে তুলে নিয়ে নিশ্চিন্ত থাকতে। কিন্তু সেটা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ছাড়পত্র জোগাড় করাই তাই প্রধান লক্ষ্য এখন বায়ার্নের। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ২৮টি গোল করেছে বায়ার্ন। আটটি করে গোল করেছেন টমাস মুলার ও রবার্ট লেওয়ানডস্কি। তবে নিজেদের ঘরের মাঠে এই ট্র্যাক রেকর্ড ধরে রাখতে চান পেপ। বোয়েতাং চোট সারিয়ে উঠলেও, প্রথম একাদশে চোটের কারণে অনিশ্চিত শুধু রিবেরি।
advertisement
অন্যদিকে বার্সাকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসা অ্যাটলেটিকো মাদ্রিদ স্বস্তিতে। ঘরের মাঠে এক গোলে হলেও জয় এসেছে। সিমিওনের ছেলেরা তাই সাবধানী দ্বিতীয় ম্যাচেও। জমাট রক্ষণের জন্য বরাবরের সুনাম সিমিওনের ছেলেদের। বায়ার্নের আক্রমণ প্রতিহত করাই তাই মূল লক্ষ্য হতে চলেছে অ্যাটলেটিকো ফুটবলারদের। অ্যালায়েঞ্জের মাঠে প্রতি আক্রমণে ভয়ঙ্কর হয়ে ওঠাই হবে মূল শক্তি। তবে অ্যাটলেটিকোর রক্ষণের স্তম্ভ দিয়েগো গডিনের হ্যামস্ট্রিং মাসলে চোট রয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে অ্যাডভান্টেজ অ্যাটলেটিকোর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement