চেন্নাই এক্সপ্রেসে আটকে গেল মোহনবাগান, বিরক্তিকর ফুটবল শেষে ড্র ম্যাচ

Last Updated:

ATK Mohun Bagan settle for goal less draw against Chennaiyin FC. চেন্নাই এক্সপ্রেসের আটকে গেল মোহনবাগান, বিরক্তিকর ফুটবল শেষে ড্র ম্যাচ

লিস্টন চেষ্টা করেও দলকে জেতাতে ব্যর্থ
লিস্টন চেষ্টা করেও দলকে জেতাতে ব্যর্থ
চেন্নাইন এফসি - ০
এটিকে মোহনবাগান - ০
#চেন্নাই: মরশুম শুরুর দিকে হুয়ান ফেরান্দো ব্রিগেডকে ঘিরে আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। স্বপ্ন দেখছিলেন, ‘লিগ শিল্ড’ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে দল। তবে সবুজ-মেরুন জনতার প্রত্যাশার ফানুস চুপসে যাওয়ার পথে। দল থেকে মুখও ফেরাতে শুরু করে দিয়েছেন অনুরাগীরা। কারণ, চলতি আসরে হুগো বোমাসদের খেলায় ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট।
advertisement
advertisement
গত ম্যাচে মুম্বই সিটির কাছে হেরে কার্যত লিগ শিল্ড চ্যাম্পিয়নের আশা শেষ। প্রথম দুইয়ের মধ্যে থেকে সরাসরি সেমি-ফাইনালে যাওয়ার পথও দুর্গম। এমন পরিস্থিতিতে শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ান এফসি’র মুখোমুখি হয়েছিল ফেরান্দো-ব্রিগেড। এই ম্যাচ জিততে না পারলে টেবিলে অবস্থান আরও নড়বড়ে হবে শুভাশিস বসুদের। তাছাড়া মোহনবাগানের কাছে এই ম্যাচ বদলারও।
প্রথম সাক্ষাতে সবুজ-মেরুন ব্রিগেডকে ২-১ ব্যবধানে বশ মানিয়েছিল চেন্নাইয়ের দলটি। তাই সে দিক থেকে দেখতে গেলে আজ প্রতিশোধ ম্যাচ ছিল এটিকে মোহনবাগানের। ম্যাচের শুরুতেই ব্র্যান্ডন হামিল ডিফেন্স থেকে উঠে এসে প্রায় গোল করে ফেলেছিলেন। তার একটি শট সেভ হয়, অন্যবার তার হেড অল্পের জন্য বাইরে চলে যায়।
advertisement
পাশাপাশি দুটি গোলের সুযোগ পেয়ে গেছিলেন চেন্নাইয়ের অনিরুদ্ধ থাপা। কিন্তু কেউ গোল করতে পারেননি। ৭৮ মিনিটে দুটি পরিবর্তন নেয় মোহনবাগান। মনবির এবং দিমিত্রিকে তুলে নিয়ে, নিয়ে আসা হয় গালেগো এবং কিয়ানকে। এর আগে অবশ্য বুমুর পাস থেকে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে সহজ সুযোগ মিস করেন লিস্টন। তবে চেন্নাই ডিফেন্সে অজিত, দিয়াগনে, সঙ্গওয়ানরা বিশেষ জায়গা দেয়নি সবুজ মেরুন আক্রমণ ভাগের ফুটবলারদের।
advertisement
তাই পরিবর্তন এনেও লাভ হয়নি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে সুযোগ থাকলেও স্ট্রাইকার নেননি হুয়ান। তার মূল্য দিতে হচ্ছে। সুযোগ তৈরি করেও গোল না হওয়া তার প্রমাণ। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ফারদিন এবং স্লাভকোকে নামান ফেরান্ডো। তাতেও বদলায়নি চিত্রটা।
advertisement
শেষ পর্যন্ত ড্র হয়ে গেল ম্যাচটা। প্রতিশোধ নেওয়া হল না মোহনবাগানের। সন্তুষ্ট থাকতে হল সেই এক পয়েন্ট নিয়ে। সবুজ মেরুনের খেলা ক্রমশ বিরক্তিকর হয়ে যাচ্ছে। এরপর মোহনবাগান কোচ যা বলবেন তা অজুহাত বলেই মনে হবে। ১৪ ম্যাচ ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চার নম্বরে থাকল সবুজ মেরুন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চেন্নাই এক্সপ্রেসে আটকে গেল মোহনবাগান, বিরক্তিকর ফুটবল শেষে ড্র ম্যাচ
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement