Asian Games 2023: 'বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত', সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Asian Games 2023: টেবিল টেনিসে নজির গড়েছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন দুই বঙ্গ তনয়া। ঐতিহাসিক জয়ের পরই বাংলার দুই কৃতী খেলোয়ারকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: টেবিল টেনিসে নজির গড়েছেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। দেশ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন দুই বঙ্গ তনয়া। মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনকে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলেছেন তাঁরা। ঐতিহাসিক জয়ের পরই বাংলার দুই কৃতী খেলোয়ারকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (পূর্বে ট্যুইটার) অ্যাকাউন্টে সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”এশিয়ান গেমসে বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! মহিলাদের টেবিল টেনিস ডাবলসে অবিশ্বাস্য জয়ের জন্য সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়কে অভিনন্দন৷ আপনাদের অসাধারণ কৃতিত্বে বাংলা আনন্দে উদ্ভাসিত। এভাবেই এগিয়ে যাও। ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিল চিনের চেন মেং-ওয়াং ইদি জুটি। বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা ও বিশ্ব চ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে লড়াই অনেকটা কঠিন হবে বলে মনে করেছিল অনেকেই। কিন্তু চিনা জুটিকে হালায় হারিয়ে দেন দুই বঙ্গ তনয়া। ম্যাচ শুরু থেকেই সুতীর্থা ও ঐহিকার সামনে দাঁড়াতে পারেনি চিনা জুটি। ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯ ব্যবধানে জিতে পদক নিশ্চিৎ করেন বাংলার মেয়েরা।
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: 'বাংলা ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত', সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement