Asian Games 2023: সেমিতে হারলেও ব্রোঞ্জ জয় সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়ের, ইতিহাসের পাতায় দুই বঙ্গ তনয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: সেমি জিততে পারলে সুযোগ ছিল সোন বা রুপো জেতার। কিন্তু ফাইনালে ওঠার লড়াইতে নিজেদের সেরাটুকু উজার করে দিয়েও শেষ রক্ষা হল না। রুদ্ধশ্বাস ৭ গেমের সেমি ফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারতে হল সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে।
এশিয়ান গেমসের টেবিল টেনিসের সেমিফাইনালে উঠেই নয়া ইতিহাস তৈরি করেছিলে দুই বঙ্গ তনয়া সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। শেষ চারে জায়গা পাকা করতেই ব্রোঞ্জ জয় নিশ্চিৎ হয়ে গিয়েছিল। তবে সেমি জিততে পারলে সুযোগ ছিল সোন বা রুপো জেতার। কিন্তু ফাইনালে ওঠার লড়াইতে নিজেদের সেরাটুকু উজার করে দিয়েও শেষ রক্ষা হল না। রুদ্ধশ্বাস ৭ গেমের সেমি ফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারতে হল সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে।
সেমি ফাইনাল থেকে বিদায় নিলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন দুই বঙ্গ তনয়া। কারণ এশিয়ান গেমের ইতিহাসে টেবিল টেনিসের মহিলা ডাবলসে প্রথম পদক জয়ের স্বাদ পেল ভারত। একইসঙ্গে টেবিল টেনিসের সব বিভাগেই যেখানে একের পর এক ভারতীয় খেলোয়ারদের লড়াই করে ব্যর্থতাসও হতাশাই সাঙ্গ হচ্ছিল। সেখানে সুতীর্থা ও ঐহিকা ‘মুখোপাধ্যায়’ এবারের এশিয়ান গেমসে টেবিল টেনিসে দেশকে প্রথম পদক এনে দিলেন।
advertisement
🇮🇳🏓 𝗧𝗛𝗘 𝗚𝗟𝗢𝗥𝗬 𝗚𝗜𝗥𝗟𝗦 𝗢𝗙 𝗜𝗡𝗗𝗜𝗔! The Mukherjees win India’s only Table Tennis medal in this year’s Asian Games. 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐚𝐥𝐬𝐨 𝐈𝐧𝐝𝐢𝐚’𝐬 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐦𝐞𝐝𝐚𝐥 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐖𝐨𝐦𝐞𝐧’𝐬 𝐃𝐨𝐮𝐛𝐥𝐞𝐬 𝐞𝐯𝐞𝐧𝐭 𝐢𝐧 𝐀𝐬𝐢𝐚𝐧 𝐆𝐚𝐦𝐞𝐬!
➡️ Follow… pic.twitter.com/q6bUeUqozB
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) October 2, 2023
advertisement
advertisement
আরও পড়ুনঃ ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কে? প্রথম পাঁচের তালিকায় রয়েছে চমক
এদিন সেমি ফাইনালে উত্তর কোরিয়া জুটির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন সুতীর্থা ও ঐহিকা। প্রথম গেম ১১-৭ পয়েন্টে জেতে ভারতীয় জুটি। দ্বিতীয় সেটে ১১-৮ ব্যবধানে লড়াই করেও হারতে সুতীর্থা ও ঐহিকাকে। তৃতীয় গেম আবার ১১-৮ ব্যবদানে দুই বাংলার মেয়ে। এরপর টানা দুটি গেম ১১-৮ ও ৭-১১ ব্যবধানে জিতে নেয় উত্তর কোরিয়া। ষষ্ঠ গেমে ফের কামব্যাক করে ১১-৫ ব্যবধানে জেতে ভারত। কিন্তু শেষ গেম ১১-২ ব্যবদানে সহজেই জিতে নেয় উত্তর কোরিয়া। দুই বঙ্গ তনয়ার ব্রোঞ্জ জয়ে গর্বিত বাংলা তথা গোটা দেশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 12:47 PM IST