Asian Games 2023: সেমিতে হারলেও ব্রোঞ্জ জয় সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়ের, ইতিহাসের পাতায় দুই বঙ্গ তনয়া

Last Updated:

Asian Games 2023: সেমি জিততে পারলে সুযোগ ছিল সোন বা রুপো জেতার। কিন্তু ফাইনালে ওঠার লড়াইতে নিজেদের সেরাটুকু উজার করে দিয়েও শেষ রক্ষা হল না। রুদ্ধশ্বাস ৭ গেমের সেমি ফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারতে হল সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে।

ব্রোঞ্জ জয় সুতীর্থা ও ঐহিকার
ব্রোঞ্জ জয় সুতীর্থা ও ঐহিকার
এশিয়ান গেমসের টেবিল টেনিসের সেমিফাইনালে উঠেই নয়া ইতিহাস তৈরি করেছিলে দুই বঙ্গ তনয়া সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। শেষ চারে জায়গা পাকা করতেই ব্রোঞ্জ জয় নিশ্চিৎ হয়ে গিয়েছিল। তবে সেমি জিততে পারলে সুযোগ ছিল সোন বা রুপো জেতার। কিন্তু ফাইনালে ওঠার লড়াইতে নিজেদের সেরাটুকু উজার করে দিয়েও শেষ রক্ষা হল না। রুদ্ধশ্বাস ৭ গেমের সেমি ফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারতে হল সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে।
সেমি ফাইনাল থেকে বিদায় নিলেও ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন দুই বঙ্গ তনয়া। কারণ এশিয়ান গেমের ইতিহাসে টেবিল টেনিসের মহিলা ডাবলসে প্রথম পদক জয়ের স্বাদ পেল ভারত। একইসঙ্গে টেবিল টেনিসের সব বিভাগেই যেখানে একের পর এক ভারতীয় খেলোয়ারদের লড়াই করে ব্যর্থতাসও হতাশাই সাঙ্গ হচ্ছিল। সেখানে সুতীর্থা ও ঐহিকা ‘মুখোপাধ্যায়’ এবারের এশিয়ান গেমসে টেবিল টেনিসে দেশকে প্রথম পদক এনে দিলেন।
advertisement
advertisement
advertisement
এদিন সেমি ফাইনালে উত্তর কোরিয়া জুটির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন সুতীর্থা ও ঐহিকা। প্রথম গেম ১১-৭ পয়েন্টে জেতে ভারতীয় জুটি। দ্বিতীয় সেটে ১১-৮ ব্যবধানে লড়াই করেও হারতে সুতীর্থা ও ঐহিকাকে। তৃতীয় গেম আবার ১১-৮ ব্যবদানে দুই বাংলার মেয়ে। এরপর টানা দুটি গেম ১১-৮ ও ৭-১১ ব্যবধানে জিতে নেয় উত্তর কোরিয়া। ষষ্ঠ গেমে ফের কামব্যাক করে ১১-৫ ব্যবধানে জেতে ভারত। কিন্তু শেষ গেম ১১-২ ব্যবদানে সহজেই জিতে নেয় উত্তর কোরিয়া। দুই বঙ্গ তনয়ার ব্রোঞ্জ জয়ে গর্বিত বাংলা তথা গোটা দেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: সেমিতে হারলেও ব্রোঞ্জ জয় সুতীর্থা ও ঐহিকা মুখোপাধ্যায়ের, ইতিহাসের পাতায় দুই বঙ্গ তনয়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement