Asian Games 2023: সোমবার দিনের শুরুতেই ভারতের জোড়া পদক, ইতিহাস তৈরি হল স্পিড স্কেটিং রিলেতে

Last Updated:

Asian Games 2023 Indian Men's and Women's Team won Bronze Medal in 3000m Speed Skating Relay: জোড়া ব্রোঞ্জ দিয়ে সোমবার এশিয়ান গেমসের নবম দিন শুরু করল ভারত। ভারতের এশিয়ান গেমসে ইতিহাসে স্পিড স্কেটিং রিলেতে প্রথম পদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল।

ইতিহাস তৈরি হল স্পিড স্কেটিং রিলেতে
ইতিহাস তৈরি হল স্পিড স্কেটিং রিলেতে
জোড়া ব্রোঞ্জ দিয়ে সোমবার এশিয়ান গেমসের নবম দিন শুরু করল ভারত। ভারতের এশিয়ান গেমসে ইতিহাসে স্পিড স্কেটিং রিলেতে প্রথম পদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল। স্পিড স্কেটিংয়ে ৩০০০ মিটারে এল ২টি ব্রোঞ্জ। রবিবার এশিয়ান গেমসে ৩টি সোনা জিতেছিল ভারত। সোমবারও একাধাক ইভেন্টে সোনা ও রুপো জয়ের সুযোগ রয়েছে ভারতের।
পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে ভারতীয় দলের সঙ্গে মূলক লড়াই চাইনিজ তাইপেই ও দক্ষিণ কোরিয়ার। ভালোই শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু মাত্র ৫ সেকেন্ডের জন্য হাতছাড়া হয় সোনা বা রুপো। ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতে ভারতের আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। এই ইভেন্টে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড দৌড় শেষ করে সোনা জিতেছে চাইনিজ তাইপেই। ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।
advertisement
advertisement
অপরদিকে মহিলাদের ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে ব্রোঞ্জ জিতেছেন সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ। এই ইভেন্ট পদক জিতে নয়া ইতিহাস তৈরি করেন ভারতের মেয়েরাও। এই বিভাগে ৪ মিনিট ১৯.৪৪৭ সেকেন্ড শেষ করে সোনা জিতেছে চাইনিজ তাইপেই, ৪ মিনিট ২১.১৪৬ সেকেন্ডে শেষ করে দক্ষিণ কোরিয়া জিতেছে রুপো। আর ভারতীয় অ্যাথলিটরা দৌড় শেষ করেছেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ডে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: সোমবার দিনের শুরুতেই ভারতের জোড়া পদক, ইতিহাস তৈরি হল স্পিড স্কেটিং রিলেতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement