Asian Games 2023: সোমবার দিনের শুরুতেই ভারতের জোড়া পদক, ইতিহাস তৈরি হল স্পিড স্কেটিং রিলেতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asian Games 2023 Indian Men's and Women's Team won Bronze Medal in 3000m Speed Skating Relay: জোড়া ব্রোঞ্জ দিয়ে সোমবার এশিয়ান গেমসের নবম দিন শুরু করল ভারত। ভারতের এশিয়ান গেমসে ইতিহাসে স্পিড স্কেটিং রিলেতে প্রথম পদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল।
জোড়া ব্রোঞ্জ দিয়ে সোমবার এশিয়ান গেমসের নবম দিন শুরু করল ভারত। ভারতের এশিয়ান গেমসে ইতিহাসে স্পিড স্কেটিং রিলেতে প্রথম পদক জিতল ভারতীয় পুরুষ ও মহিলা দল। স্পিড স্কেটিংয়ে ৩০০০ মিটারে এল ২টি ব্রোঞ্জ। রবিবার এশিয়ান গেমসে ৩টি সোনা জিতেছিল ভারত। সোমবারও একাধাক ইভেন্টে সোনা ও রুপো জয়ের সুযোগ রয়েছে ভারতের।
পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে ভারতীয় দলের সঙ্গে মূলক লড়াই চাইনিজ তাইপেই ও দক্ষিণ কোরিয়ার। ভালোই শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু মাত্র ৫ সেকেন্ডের জন্য হাতছাড়া হয় সোনা বা রুপো। ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতে ভারতের আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। এই ইভেন্টে ৪ মিনিট ০৫.৬৯২ সেকেন্ড দৌড় শেষ করে সোনা জিতেছে চাইনিজ তাইপেই। ৪ মিনিট ০৫.৭০২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতেছে দক্ষিণ কোরিয়া।
advertisement
আরও পড়ুনঃ ICC World Cup 2023: বিশ্বকাপের পর অবসর ৮ ভারতীয় ক্রিকেটারের! তালিকায় একের পর এক তারকার নাম
advertisement
অপরদিকে মহিলাদের ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে ব্রোঞ্জ জিতেছেন সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ। এই ইভেন্ট পদক জিতে নয়া ইতিহাস তৈরি করেন ভারতের মেয়েরাও। এই বিভাগে ৪ মিনিট ১৯.৪৪৭ সেকেন্ড শেষ করে সোনা জিতেছে চাইনিজ তাইপেই, ৪ মিনিট ২১.১৪৬ সেকেন্ডে শেষ করে দক্ষিণ কোরিয়া জিতেছে রুপো। আর ভারতীয় অ্যাথলিটরা দৌড় শেষ করেছেন ৪ মিনিট ৩৪.৮৬১ সেকেন্ডে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 10:55 AM IST