Asian Games 2023: ১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Asian Games 2023: ১-১ হয়ে যাওয়ার পর ভারতীয় ফুটবলাররা চেষ্টা করলেও আর বিপক্ষের গোলে বল জড়াতে পারেননি৷ ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় খেলা৷
নয়াদিল্লি: ১৩ বছরে প্রথমবার ৷ এশিয়ান গেমসে নক আউট পর্বের যোগ্যতা অর্জন করল ভারত৷ ভারত বনাম মায়নামার গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য তিন পয়েন্ট পায়নি ভারত কিন্তু তাও নকআউটের টিকিট পেতে অসুবিধা হয়নি৷ ১-১ গোলে এদিন খেলা শেষ হয়৷ ভারত বনাম মায়নমার ম্যাচের শেষে এশিয়ান গেমসের নক আউটের যোগ্যতা ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য নিঃসন্দেহে বড় খবর৷
এদিনের ম্যাচে ব্লু টাইগার্সের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী৷ ম্যাচের ২৩ মিনিটে স্পটকিকে মায়নমারের জালে বল জড়িয়ে দেন৷ রহিম আলিকে করা ফাউলের জন্য পেনাল্টি পায় ভারত৷ কোনও ভুল করেননি সুনীল ছেত্রী৷
advertisement
advertisement
এদিকে মায়নমার ৭৪ মিনিটে সমতা ফেরায়৷ সাবস্টিটিউট হিসেবে নামা কেয় হতের গোল করেন৷ তিনি ভারতীয় গোলরক্ষক ধীরজ সিংকে পরাস্ত করে গোলে বল পাঠিয়ে দেন৷ তাঁর হেড আটকাতে পারেননি ভারতীয় গোলরক্ষক৷
FULL-TIME ⌛
The #BlueTigers 🐯 are through to the Round of 16 ✨
It wasn’t a win, but the draw was enough to take India through in the end 🙌
🇲🇲 1-1 🇮🇳
Watch live on @SonySportsNetwk 📲#MYAIND ⚔️ #19thAsianGames 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/NaBtMFr9zd
— Indian Football Team (@IndianFootball) September 24, 2023
advertisement
১-১ হয়ে যাওয়ার পর ভারতীয় ফুটবলাররা চেষ্টা করলেও আর বিপক্ষের গোলে বল জড়াতে পারেননি৷ ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় খেলা৷
চিনের কাছে ৫-১ হার, বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে জয় এবং মায়নমারের বিরুদ্ধে ১-১ গোলের সুবাদে নক আউট পর্বের ছাড়পত্র পেল টিম ইন্ডিয়া৷
এদিকে ফিফা ক্রমতালিকায় বাংলাদেশ ১৮৭, মায়ানমার ১৬১ , ভারতের থেকে অনেক পিছনে হলেও সেভাবে দাপটের সঙ্গে ভারত নিজেদের পারফরম্যান্স দিতে না পারায় ওয়াকিবহাল মহল প্রশ্নও তুলছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2023 7:51 PM IST