Asian Games 2023: ১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত

Last Updated:

Asian Games 2023: ১-১ হয়ে যাওয়ার পর ভারতীয় ফুটবলাররা চেষ্টা করলেও আর বিপক্ষের গোলে বল জড়াতে পারেননি৷ ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় খেলা৷

মায়নমারের বিরুদ্ধে গোল করেন সুনীল ছেত্রী -Photo- PTI
মায়নমারের বিরুদ্ধে গোল করেন সুনীল ছেত্রী -Photo- PTI
নয়াদিল্লি: ১৩ বছরে প্রথমবার ৷ এশিয়ান গেমসে নক আউট পর্বের যোগ্যতা অর্জন করল ভারত৷ ভারত বনাম মায়নামার গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য তিন পয়েন্ট পায়নি ভারত কিন্তু তাও নকআউটের টিকিট পেতে অসুবিধা হয়নি৷ ১-১ গোলে এদিন খেলা শেষ হয়৷ ভারত বনাম মায়নমার ম্যাচের শেষে এশিয়ান গেমসের নক আউটের যোগ্যতা ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য নিঃসন্দেহে বড় খবর৷
এদিনের ম্যাচে ব্লু টাইগার্সের হয়ে একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী৷ ম্যাচের ২৩ মিনিটে স্পটকিকে মায়নমারের জালে বল জড়িয়ে দেন৷ রহিম আলিকে করা ফাউলের জন্য পেনাল্টি পায় ভারত৷ কোনও ভুল করেননি সুনীল ছেত্রী৷
advertisement
advertisement
এদিকে মায়নমার ৭৪ মিনিটে সমতা ফেরায়৷ সাবস্টিটিউট হিসেবে নামা কেয় হতের গোল করেন৷ তিনি ভারতীয় গোলরক্ষক ধীরজ সিংকে পরাস্ত করে গোলে বল পাঠিয়ে দেন৷ তাঁর হেড আটকাতে পারেননি ভারতীয় গোলরক্ষক৷
advertisement
১-১ হয়ে যাওয়ার পর ভারতীয় ফুটবলাররা চেষ্টা করলেও আর বিপক্ষের গোলে বল জড়াতে পারেননি৷ ফলে অমীমাংসিতভাবেই শেষ হয় খেলা৷
চিনের কাছে ৫-১ হার, বাংলাদেশের বিরুদ্ধে ১-০ গোলে জয় এবং মায়নমারের বিরুদ্ধে ১-১ গোলের সুবাদে নক আউট পর্বের ছাড়পত্র পেল টিম ইন্ডিয়া৷
এদিকে ফিফা ক্রমতালিকায় বাংলাদেশ ১৮৭, মায়ানমার ১৬১ , ভারতের থেকে অনেক পিছনে হলেও সেভাবে দাপটের সঙ্গে ভারত নিজেদের পারফরম্যান্স দিতে না পারায় ওয়াকিবহাল মহল প্রশ্নও তুলছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: ১৩ বছরে প্রথমবার, এশিয়ান গেমস ফুটবলের নকআউটে সুনীলের ভারত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement