India vs Pakistan: আবার হারল পাকিস্তান! পিছিয়ে পড়েও হকির বড় মঞ্চে দুরমুশ করল ভারত

Last Updated:

India vs Pakistan: আবার পাকিস্তানকে বড় মঞ্চে হারাল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ১ গোলে পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারিয়ে দিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ীরা।

পাকিস্তানকে হারাল ভারত।
পাকিস্তানকে হারাল ভারত।
বেজিং: আবার পাকিস্তানকে বড় মঞ্চে হারাল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ১ গোলে পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারিয়ে দিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ীরা।
শনিবারের ম্যাচে খেলা শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আহমেদ নাদিম। ক্রিকেট হোক বা ফুটবল বা হকি, ভারত পাকিস্তান খেলা মানেই বাড়তি উত্তেজনা। সেই সঙ্গে থাকে প্রবল স্নায়ুর চাপের লড়াই। কিন্তু এই ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেননি হরমনপ্রীতরা।
advertisement
advertisement
খেলার ১৩ মিনিটের মাথায় পরপর দু’টি পেনাল্টি কর্নার পায় ভারত। প্রথমটি থেকে গুরজ্যোৎ গোল করতে না পারলেও, দ্বিতীয়টি থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত।
দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় ভারত। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত, তারপরে আর পাকিস্তান গোল শোধ করতে পারেনি। ২-১ গোলে জিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বে সব ম্যাচ জিতল ভারত। সেমিফাইনালে কোরিয়ার মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলে ফাইনালে আবার ভারত পাকিস্তান লড়াই হতে পারে।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: আবার হারল পাকিস্তান! পিছিয়ে পড়েও হকির বড় মঞ্চে দুরমুশ করল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement