Asia Cup 2022: ‘নাগিন -নাগিন’ কি কারোর বাপের সম্পত্তি! বাংলাদেশকে বধ করে শ্রীলঙ্কার নাগিন ডান্স, ভাইরাল ভিডিও

Last Updated:

রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয়, তারপরেই ‘নাগিন ডান্স’, ভাইরাল ভিডিও...

Asia Cup 2022
Asia Cup 2022
#দুবাই: শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস মোকাবিলায় বাংলাদেশকে ২ উইকেটে হারায়৷ এই জয়ের ফলেই টি টোয়েন্টি এশিয়া কাপ ২০২২ এ সুপার ৪ এ পৌঁছে গেছে তারা৷ এক সময় সহজেই ম্যাচ পকেটে ঢুকিয়ে এমনটাই মনে হচ্ছিল ক্রিকেটফ্যানদের৷ শ্রীলঙ্কা শেষ ২ ওভারে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাকে ২৫ রান করতে হত৷ আর তাদের হাতে ৩ উইকেট বাকি ছিল৷ কিন্তু টেল এন্ডররা দারুণ পারফরম্যান্স করেন৷ আর তাঁরাই শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে দেয়৷ ম্যাচে বাংলাদেশ প্রথমে খেলে ৭ উইকেটে ১৮৩ রান করেন৷
জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা৷ ওপেনার ব্যাটসম্যান এবংপ্লেয়ার অফ দ্য ম্যাচ হন কুশলা মেন্ডিস৷ ৩৭ বলে ৬০ রান করেন৷ ৪ টি চার, ৩ টি ছক্কা মারেন৷ অন্যদিকে অধিনায়ক দাসুন শনাকা ৩৩ বলে ৪৫ রান আক্রামণাত্মক ইনিংস খেলেন৷ ৩ টি চার এবং ২ টি ছক্কা মারেন৷ এর সঙ্গেই ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সুপার ৪ জায়গা করে নিয়েছে৷
advertisement
advertisement
শ্রীলঙ্কার ইনিংস ১৯ তম ওভারে পেসার ইবাদত হুসেনকে বল করেন৷ এর আগে ৩ উইকেট নিয়েছিলেন৷ এই ওভারই টার্নিং পয়েন্ট হতে চলেছে৷  প্রথম এবং দ্বিতীয় বলে চামিকা করুণারত্নে ২- ২ রান নেন৷ ফলে প্রথম ২ বলে ৪ রান আসে৷ তৃতীয় বলে নো বল এবং করুণারত্নে এতে ৪ মারেন৷ চতুর্থ বলে এক রান নেন৷ কিন্তু পঞ্চম বলে দ্রুত রান নিতে গিয়ে তিনি রানআউট হয়ে যান৷ তিনি ১০ বলে ১৬ রান করে ফেলেন৷ এরপরের বল ওয়াইড ছিল৷
advertisement
অসিতা মারলেন চার রান
২৫ বছরের পেসার অসিতা ফার্নান্দো ম্যাচে টি টোয়েন্টিতে অভিষেক করেন৷ তিনি কেরিয়ারের প্রথম বলে চার মারেন৷  এই বলে ১৯ তম ওভারের শেষ বল ছিল৷ এই ওভারে মোট ১৭ রান করেন৷ এবার ৬ বলে ৮ রান করতে হত৷ বোলার ছিলেন অফ স্পিনার হসন মিরাজ ছিলেন৷ প্রথম বলে তীক্ষ্ণতার সঙ্গে লেগ বাইয়ের কারণে এক রান পান৷ দ্বিতীয় বলে অসিতা চার মারেন৷ তৃতীয় বলে ২ রান নেন৷ এতে বল নো বল হয়৷ এই ভাবে শ্রীলঙ্কা জয় পেয়ে যায়৷ অসিতা ৩ বলে ১০ রান করে নটআউট থাকেন৷ স্ট্রাইকরেট ৩৩৩ ছিল৷
advertisement
players do nagin dance players do nagin dance
ম্যাচের মধ্যে করুণারত্নে নাগিন ডান্স করেন৷ দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল৷ ২০১৮ সালের নিসহাস ট্রফিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল৷ এই কারণে শ্রীলঙ্কা দল নকআউটে পৌঁছে নাগিন ডান্স করে কারণ এর আগে বাংলাদেশও নাগিন ডান্স করেছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2022: ‘নাগিন -নাগিন’ কি কারোর বাপের সম্পত্তি! বাংলাদেশকে বধ করে শ্রীলঙ্কার নাগিন ডান্স, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement