#দুবাই: শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস মোকাবিলায় বাংলাদেশকে ২ উইকেটে হারায়৷ এই জয়ের ফলেই টি টোয়েন্টি এশিয়া কাপ ২০২২ এ সুপার ৪ এ পৌঁছে গেছে তারা৷ এক সময় সহজেই ম্যাচ পকেটে ঢুকিয়ে এমনটাই মনে হচ্ছিল ক্রিকেটফ্যানদের৷ শ্রীলঙ্কা শেষ ২ ওভারে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কাকে ২৫ রান করতে হত৷ আর তাদের হাতে ৩ উইকেট বাকি ছিল৷ কিন্তু টেল এন্ডররা দারুণ পারফরম্যান্স করেন৷ আর তাঁরাই শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে দেয়৷ ম্যাচে বাংলাদেশ প্রথমে খেলে ৭ উইকেটে ১৮৩ রান করেন৷
জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা৷ ওপেনার ব্যাটসম্যান এবংপ্লেয়ার অফ দ্য ম্যাচ হন কুশলা মেন্ডিস৷ ৩৭ বলে ৬০ রান করেন৷ ৪ টি চার, ৩ টি ছক্কা মারেন৷ অন্যদিকে অধিনায়ক দাসুন শনাকা ৩৩ বলে ৪৫ রান আক্রামণাত্মক ইনিংস খেলেন৷ ৩ টি চার এবং ২ টি ছক্কা মারেন৷ এর সঙ্গেই ভারত, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সুপার ৪ জায়গা করে নিয়েছে৷
Wining moment for srilanka #BANVSSL #BANvSL pic.twitter.com/oYstSfM683
— DD Sports (@Mahesh13657481) September 1, 2022
শ্রীলঙ্কার ইনিংস ১৯ তম ওভারে পেসার ইবাদত হুসেনকে বল করেন৷ এর আগে ৩ উইকেট নিয়েছিলেন৷ এই ওভারই টার্নিং পয়েন্ট হতে চলেছে৷ প্রথম এবং দ্বিতীয় বলে চামিকা করুণারত্নে ২- ২ রান নেন৷ ফলে প্রথম ২ বলে ৪ রান আসে৷ তৃতীয় বলে নো বল এবং করুণারত্নে এতে ৪ মারেন৷ চতুর্থ বলে এক রান নেন৷ কিন্তু পঞ্চম বলে দ্রুত রান নিতে গিয়ে তিনি রানআউট হয়ে যান৷ তিনি ১০ বলে ১৬ রান করে ফেলেন৷ এরপরের বল ওয়াইড ছিল৷
আরও পড়ুন - আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় খড়গ্রামের জয়জয়কার, সাহিলের সোনা, বিজয় পেল ব্রোঞ্জও
অসিতা মারলেন চার রান
২৫ বছরের পেসার অসিতা ফার্নান্দো ম্যাচে টি টোয়েন্টিতে অভিষেক করেন৷ তিনি কেরিয়ারের প্রথম বলে চার মারেন৷ এই বলে ১৯ তম ওভারের শেষ বল ছিল৷ এই ওভারে মোট ১৭ রান করেন৷ এবার ৬ বলে ৮ রান করতে হত৷ বোলার ছিলেন অফ স্পিনার হসন মিরাজ ছিলেন৷ প্রথম বলে তীক্ষ্ণতার সঙ্গে লেগ বাইয়ের কারণে এক রান পান৷ দ্বিতীয় বলে অসিতা চার মারেন৷ তৃতীয় বলে ২ রান নেন৷ এতে বল নো বল হয়৷ এই ভাবে শ্রীলঙ্কা জয় পেয়ে যায়৷ অসিতা ৩ বলে ১০ রান করে নটআউট থাকেন৷ স্ট্রাইকরেট ৩৩৩ ছিল৷
ম্যাচের মধ্যে করুণারত্নে নাগিন ডান্স করেন৷ দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ছিল৷ ২০১৮ সালের নিসহাস ট্রফিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল৷ এই কারণে শ্রীলঙ্কা দল নকআউটে পৌঁছে নাগিন ডান্স করে কারণ এর আগে বাংলাদেশও নাগিন ডান্স করেছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।