অশ্বিনের ভেলকির পর ভারতকে টানছেন অধিনায়ক বিরাট

Last Updated:

ভারত: ৪৫৫ ও ৯৮/৩ ( ৩৪ ওভার), ইংল্যান্ড: ২৫৫

ভারত: ৪৫৫ ও ৯৮/৩ ( ৩৪ ওভার)
ইংল্যান্ড: ২৫৫
advertisement
তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২৯৮ রানে ৷ হাতে রয়েছে ৭ উইকেট ৷
#বিশাখাপত্তনম:  বিধ্বংসী অশ্বিনে গুড়িয়ে গেল ইংল্যান্ড। বন্দর শহরে পাঁচ উইকেট নিয়ে ইংরেজদের ২৫০ রানে শেষ করলেন ভারতের এই অফস্পিনার। বেন স্টোকস ও জন বেয়ারস্টোর লড়াইয়েও অবশ্য এদিন ফলো-অন বাঁচাতে ব্যর্থ ইংল্যান্ড৷  ফলো-অন করানোর সুযোগ থাকলেও সে পথে হাঁটেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভাইজ্যাগের পিচে স্পিনের আধিপত্য দেখে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে চান নি ক্যাপ্টেন কোহলি৷
advertisement
দ্বিতীয় দিন বিকেলেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। তৃতীয় দিনের অপেক্ষা ছিল কতক্ষণে শেষ হয়। চা বিরতির  আগেই অশ্বিনের গুঁতোয় ২৫৫ রানে শেষ কুকদের প্রথম ইনিংস। তবে ঝুলিতে ১০৩ রান নিয়ে দিনটা ভালই শুরু করেছিলেন স্টোকস এবং বেয়ারস্টো। এরমধ্যেই হাফ সেঞ্চুরি করে ফেলেন ইংরেজ উইকেট কিপার। কিন্তু লাঞ্চের একটু আগেই উমেশ এসে ইংল্যান্ডের ইনিংসে ধস নামানোর কাজটা শুরু করেন। বাকি কাজটা অবশ্যই রবির ভেলকি। ৬৭ রানে পাঁচ উইকেট নিয়ে রাজকোটের খরা কাটালেন ভারতীয় অফস্পিনার। বিরাটদের মুখে দু’শো রানের লিডের চওড়া হাসি দিলেন। এই টেস্টে অভিষেক হওয়া ক্রিকেটার জয়ন্ত যাদব-সহ বাকিরা একটি করে উইকেট নেন।  ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ৯৮ রান ৷ আউট হয়েছে দুই ওপেনার মুরলী বিজয় ( ৩), লোকেশ রাহুল ( ১০) এবং তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা (১) ৷ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে কামাল দেখাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি ৷ আপাতত ৫৬ রানে ক্রিজে অপরাজিত তিনি ৷ সঙ্গী রাহানে অপরাজিত ২২ রানে ৷
advertisement
255262.3
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অশ্বিনের ভেলকির পর ভারতকে টানছেন অধিনায়ক বিরাট
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement