ট্যুইটার বিতর্কে অশ্বিন
Last Updated:
রবিবার বাংলাদেশ ওমান ম্যাচের সময় অশ্বিন পোস্ট করেছিলেন, বাংলাদেশ জিতলে শুধুমাত্র ঢাকা খুশি হবে। আর ওমান জিতলে গোটা বিশ্ব ক্রিকেট খুশি হবে।
#নয়াদিল্লি: বিশ্বকাপে মূলপর্বে ওঠার পর কলকাতায় বাংলাদেশ। তার আগেই অবশ্য বাংলা সমর্থকদের সঙ্গে টুইটারে বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিন। রবিবার বাংলাদেশ ওমান ম্যাচের সময় অশ্বিন পোস্ট করেছিলেন, বাংলাদেশ জিতলে শুধুমাত্র ঢাকা খুশি হবে। আর ওমান জিতলে গোটা বিশ্ব ক্রিকেট খুশি হবে। অশ্বিনের এই মন্তব্যের পালটা টুইট করেন এক বাংলাদেশের ক্রিকেট সমর্থক। সেখানে অভিযোগ করা হয়ে, বাঘের ভয়ে এখনই পালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অশ্বিনকে সতর্ক করেছে টিম ম্যানেজমেন্ট।
Can't wait to see the Bangladesh v Oman game.If Bangladesh win,the whole country will be happy but if Oman does Cricket will be happy.#WT20
— Ashwin Ravichandran (@ashwinravi99) March 13, 2016
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2016 8:04 PM IST