অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের দলে ফিরলেন নেহরা-ধাওয়ানরা
Last Updated:
একদিনের সিরিজ শেষ ৷ এবার সময় টি২০-র ৷
#রাঁচি: একদিনের সিরিজ শেষ ৷ এবার সময় টি২০-র ৷ ভারতীয় দল ঘোষণাও হয়ে গিয়েছে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য ৷ আগামী ৭ অক্টোবর রাঁচিতে প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ ভারতীয় দলে ফিরেছেন আশিস নেহরা, উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক এবং ওপেনার শিখর ধাওয়ান ৷ সিরিজের বাকি দুটি ম্যাচ গুয়াহাটি (১০ অক্টোবর) এবং হায়দরাবাদে (১৩ অক্টোবর) ৷
একদিনের সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে অজিঙ্ক রাহানে, উমেশ যাদব, মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুরকে। টি-২০ সিরিজের দলে নেই রবীন্দ্র জাডেজাও। দলে রাখা হয়নি রবিচন্দ্রন অশ্বিনকেও ৷ তিনি আপাতত ইংল্যান্ডে কাউন্টি খেলতে ব্যস্ত ৷
ভারতীয় দলের নিয়মিত সদস্য না হলেও টি২০ সিরিজে ফের সুযোগ পেলেন অভিজ্ঞ আশিস নেহরা ৷ তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে অনেকেই অবাক হয়েছেন ৷ এত ক্রিকেটার থাকতে হঠাৎ নেহরা কেন ? তিনি শেষ টি২০ খেলেছিলেন এবছর ২৯ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ৷
advertisement
advertisement
টি-২০ সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা ও অক্ষর প্যাটেল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2017 1:24 PM IST