Arjun Tendulkar: সচিনের ছেলের বলের গতি নিয়ে হাসাহাসি! পেসার হয়েও জোরে স্পিন করছেন যেন

Last Updated:
সচিনের ছেলেকে নিয়ে হাসাহাসি!
সচিনের ছেলেকে নিয়ে হাসাহাসি!
মুম্বই: বাজারে এখন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে নিয়ে অনেক আলোচনা। সেটাই হয়তো স্বাভাবিক। আইপিএলে তার অভিষেক হয়েছে। এই নিয়ে দুটো ম্যাচ খেলে ফেললেন। সানরাইজার্স দলের বিরুদ্ধে একটি উইকেটও পেয়েছেন। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন অর্জুন তেন্ডুলকর তিন বছর ধরে এই দলের একজন অংশ। সে বুঝতে পারে সে কী করতে চায়।
সে যথেষ্ট আত্মবিশ্বাসীও। সে তার পরিকল্পনায় স্পষ্ট। সে নতুন বল সুইং করার চেষ্টা করছে এবং ডেথ ওভারে ইয়র্কার বল করছে। উচ্ছ্বসিত রোহিত ম্যাচের পরে বলেছিলেন যেখানে মুম্বই তাদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। তবে যখন অর্জুন তেন্ডুলকরের বলের গতি নিয়ে কথা হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর হাসাহাসি চলছে। এক প্রকার আওয়াজ দেওয়া যাকে বলে।
advertisement
আরও পড়ুন - Delhi Capitals: আইপিএলে এবার চোরের এন্ট্রি! সৌরভদের দিল্লির মরার ওপর খাঁড়ার ঘা
অর্জুনের রান আপ অনেক দূর থেকে হলেও বলের মোটামুটি গতি ১২৫-১৩০। একটা বল ১০৫ কিলোমিটার গতিতে করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচক তাকে শাহিদ আফ্রিদির লেগ স্পিনের সঙ্গে তুলনা করেছেন। আফ্রিদির সর্বোচ্চ বলের গতি ছিল ১৩৪। কেউ আবার শোয়েব আখতার এবং মুনাফ প্যাটেলের পাশাপাশি ছবি রেখে বুঝাতে চেষ্টা করেছেন দৌড়ে এসে নামমাত্র পেস বল করছেন জুনিয়র তেন্ডুলকর।
advertisement
advertisement
তবে যে যাই বলুন, সুনীল গাভাসকার জানিয়েছেন অর্জুনের মধ্যে বাবা সচিনের মতো লড়াই করার মানসিকতা আছে। গতি ধীরে ধীরে বেড়ে যাবে। সঠিক জায়গায় বল ফেলার ক্ষমতা আছে। এত তাড়াতাড়ি আইপিএলের শেষ ওভার করার মতো মানসিক শক্তি দেখাতে পেরেছে এটাই বিশাল ব্যাপার।
বাংলা খবর/ খবর/খেলা/
Arjun Tendulkar: সচিনের ছেলের বলের গতি নিয়ে হাসাহাসি! পেসার হয়েও জোরে স্পিন করছেন যেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement