Lionel Messi: বিশ্বকাপ জিতুক বা না জিতুক, কেরিয়ারের ৫ বিশ্বকাপের মধ্যে কাতারে সেরা ফর্মে মেসি

Last Updated:

কেরিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ লিও। আর মাত্র একটা লড়াই। জিতলেই মারাদোনাকে ছুঁয়ে ইতিহাসের পাতায় মেসি। ফাইনালের আগে কেরিয়ারের ৫ বিশ্বকাপ খেলা মেসির পরিসংখ্যান বলছে কাতারেই সেরার সেরা ফর্মে এলএমটেন। 

Photo: AP
Photo: AP
দোহা: কাতারে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন সুপারস্টার নেইমার থেকে রোনাল্ডো। স্বপ্নপূরণ করতে পারেনি ফেভারিট ব্রাজিল থেকে পর্তুগাল। অনেক না পারার মধ্যে একজন পেরেছেন। মেসি। কোটি কোটি ভক্তের মাসিহা হয়ে দাঁড়িয়ে আছেন কাতার বিশ্বকাপের মঞ্চে। নিজের স্বপ্নের জন্য সর্বস্ব দিয়ে লড়ছেন। ম্যাচের পর ম্যাচে গোল করিয়েছেন। গোল করেছেন। তবে মেসির কাতার অভিযান সুখের ছিল না। নিজে গোল করলেও সৌদির বিরুদ্ধে হার দিয়ে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। তবে পরিসংখ্যান বলছে মেসির ম্যাজিক বিশ্বকাপে সব সময় ছিল, এবারও আছে। তবে কেরিয়ারের ৫টি বিশ্বকাপের মধ্যে কাতারের ফর্মই সেরা।
Photo: AP Photo: AP
সব রেকর্ড পরিসংখ্যানে ছাপিয়ে গিয়েছেন মেসি। বিশ্বকাপের মঞ্চে মেসি খেলেছেন এখন পর্যন্ত ২৫টি ম্যাচ। মেসির পা থেকে এসেছে ১১টি গোল। করেছেন ৮টি অ্যাসিস্ট। জার্মানিতে ২০০৬ বিশ্বকাপ থেকে যাত্রা শুরু হয়েছিল মেসির। সেবার ৩ ম্যাচ খেলার পাশাপাশি এলএমটেন করেছিলেন ১টি গোল ও ১টি অ্যাসিস্ট। তবে চার বছর পর ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ অভিযান খুব একটা ভাল ছিল না মেসির জন্য। ৫ ম্যাচে একটা অ্যাসিস্ট থাকলেও কোনও গোল ছিল না। ২০১৪ বিশ্বকাপে ৭ ম্যাচে ৪ গোল ও ১টি অ্যাসিস্ট করে হয়েছিলেন সেরা ফুটবলার। তবে ১১৪ মিনিট লড়াইয়ের পর জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তারপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ৪ ম্যাচে ১টি গোল আর ২টো গোল অ্যাসিস্ট করেছিলেন মেসি। ফ্রান্সের কাছে রাউন্ড অফ সিক্সটিনে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।
advertisement
advertisement
তবে কাতার বিশ্বকাপে ফাইনালের আগেই অতীতের নিজের সব পরিসংখ্যান ছাপিয়ে গিয়েছেন মেসি। দোহার মাঠে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট করে ফেলেছেন লিও। একটি বিশ্বকাপের সর্বোচ্চ ৪ গোল করেছিলেন মেসি। কাতারে ৬টি ম্যাচের মধ্যে চারটিতেই সেরার পুরস্কার জিতেছেন। গোল্ডেন বুটের পাশাপাশি গোল্ডেন বলের অন্যতম দাবিদার তিনি। বিশ্বকাপের মোট ২৫টি ম্যাচের মধ্যে ১০টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মেসি। ফুটবলের তামাম রেকর্ড ভেঙে দেওয়া, সাতটি ব্যালন ডি'ওর খেতাবজয়ী মেসি নিজের শেষ স্বপ্নপূরণে বুঁদ। আরও একবার বাঁ পায়ের জাদু দেখানোর অপেক্ষায় মেসি। ৩৫ বছরের চির যুবকের পায়ে ৩৬ বছরের খরা কাটানোর অপেক্ষা। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পর মেসির হাতে অধরা বিশ্বকাপটাও দেখতে তৈরি হচ্ছে ফুটবল বিশ্ব।
বাংলা খবর/ খবর/খেলা/
Lionel Messi: বিশ্বকাপ জিতুক বা না জিতুক, কেরিয়ারের ৫ বিশ্বকাপের মধ্যে কাতারে সেরা ফর্মে মেসি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement