FIFA Womens World Cup: বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা, সুইডেনের কাছে হার নীল সাদা জার্সির

Last Updated:

হেড করে বল জালে জড়িয়ে দিলেন রেবেকা ব্লমোভিস্ট। ওই একবারই ভুল করল আর্জেন্টিনার ডিফেন্স

বিশ্বকাপে বিদায় আর্জেন্টিনার
বিশ্বকাপে বিদায় আর্জেন্টিনার
আর্জেন্টিনা – ০
সুইডেন – ১
( রেবেকা)
advertisement
হ্যামিল্টন: মেয়েদের বিশ্বকাপে ফিফা তালিকায় তিন নম্বরে সুইডেন। আর্জেন্টিনা ২৮ নম্বরে। তবে ফুটবলের সব সময় তালিকায় শেষ কথা এমন নয়। সুইডেন অলিম্পিকে মেয়েদের ফুটবলে গোল্ড মেডেল জিতেছিল শেষবার। এবারের বিশ্বকাপে ইতালিতে পাঁচ গোল মেরেছিল তারা। তাই বুধবার ড্র করলেও শেষ ১৬ নিশ্চিত ছিল তাদের। অন্যদিকে আর্জেন্টিনার জন্য পরের পর্বে যেতে হলে শুধু এই ম্যাচে জয় পেলেই হতো না।
advertisement
তাকিয়ে থাকতে হতো দক্ষিণ আফ্রিকা বনাম ইতালির দিকে। এই ম্যাচটা ড্র হলে সুবিধা হত আর্জেন্টিনার। হ্যামিল্টনে ম্যাচের প্রথম ৪৫ মিনিট গোল শূন্য ছিল। নিজেদের থেকে অনেক এগিয়ে থাকা সুইডেনের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করছিল আর্জেন্টিনা। কিন্তু দু দলের কেউ গোলের মুখ খুলতে পারেনি। খেলাটা অবশ্য বেশ ফিজিক্যাল হচ্ছিল। সুইডেনের মেয়েরা শারীরিকভাবে এগিয়েছিল আর্জেন্টিনার মেয়েদের থেকে।
advertisement
কিন্তু পাল্লা দিয়ে লড়াই করছিল মেসির দেশের মেয়েরা।অবশেষে ৬৫ মিনিটে গোল পেয়ে গেল সুইডেন। ডান দিক থেকে ইয়াকবসমের ক্রসে হেড করে বল জালে জড়িয়ে দিলেন রেবেকা ব্লমোভিস্ট। ওই একবারই ভুল করল আর্জেন্টিনার ডিফেন্স। কিন্তু ওই ভুলেই রচিত হয়ে গেল ম্যাচের ভাগ্য। এরপর রডরিগেজ চেষ্টা করেছিলেন আর্জেন্টিনাকে ম্যাচে ফেরাতে।
advertisement
কিন্তু সুইডেনের ডিফেন্স ভুল না করায় সেটা সম্ভব হয়নি। ফলে এখানেই বিশ্বকাপ শেষ হয়ে গেল আর্জেন্টিনার। অন্যদিকে শীর্ষে থেকে শেষ ১৬ পৌঁছে গেল সুইডেন। তাদের সঙ্গে গেল দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনার পাশাপাশি ছিটকে গেল ইতালি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
FIFA Womens World Cup: বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা, সুইডেনের কাছে হার নীল সাদা জার্সির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement