Angel Di Maria: শুনলেন না কারও কথা! কোপা জয়ের পর নীল-সাদাকে বিদায়, কি বললেন ডি মারিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Angel Di Maria: কোপা আমরিকাই শেষ। তারপর আর নীল সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে। সেই ঘোষণা আগেই করে দিয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর কী জানালেন আর্জেন্টাইন লেজেন্ড।
কোপা আমরিকাই শেষ। তারপর আর নীল সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে। সেই ঘোষণা আগেই করে দিয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। লিওনেল মেসির বিগত কয়েক বছরে দেশের জার্সি গায়ে যে সাফল্য তার অন্যতম কাণ্ডারি ডি মারিয়া। ২০২১ কোপা ফাইনাল, ২০২২ ফিনালিসিমা ফাইনাল , ২০২২ বিশ্বকাপ ফাইনাল সবেতেই গোল রয়েছে ডি মারিয়ার। এছাড়া মেসির সঙ্গে জিতেছেন ছোটদের বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ড। সেখানেও গোল করেছিলেন মেসির প্রিয় ‘অ্যাঞ্জেল’। এবার লাগাতার দ্বিতীয়বার কোপা জিতে আর্জেন্টিনার হয়ে ফুটবল কেরিয়ার শেষ করলেন ডি মারিয়া।
যদিও অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তাঁকে মেসি থেকে আর্জেন্টিনার কোচ কলেই বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কারও কথা না শুনে এটাই সেরা সময় হিসেবে বেছে নিয়েছেন ডি মারিয়া। কোপা আমেরিকা ফাইনালে ম্যাচ শেষের বাঁশি বাজতেই আবেগপ্রবণ হয়ে পড়েন ডি মারিয়া। চোখে জল বাঁধ মানেনি। মেসিকে জড়িয়ে কাঁদতে দেখা যায় তাঁকে। মেসিও ট্রফি তুলে দেন প্রিয় সতীর্থের হাতে।
advertisement
কোপা জিতে আর্জেন্টিনার জার্সিকে বিদায় বেলায় ডি মারিয়া বলেন,”এই জয় আগে থেকেই লেখা ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সকলকে সে কথা বলেছিলাম। খুব আনন্দ হচ্ছে।” এই দলকে ছেড়ে থাকা তার পক্ষে কতটা কষ্টের সেই কথাও বলেছেন ডি মারিয়া। এছাড়া ডি মারিয়া বলেছেন,”দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এতগুলো ট্রফি জেতা সহজ নয়। আগে তো উল্টো দিকেই থাকতাম। এই দলের অংশ হতে পেরে আমরা কৃতজ্ঞ।”
advertisement
advertisement
ডি মারিয়াকে আগামী বিশ্বকাপ পর্যন্ত থাকার কথা বললেও তিনি রাজি হননি। আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেছেন,”দি মারিয়া আমাদের হয়ে অনেক ভাল ম্যাচ খেলেছে। ও এক জন কিংবন্তি। ওকে অনেক অনুরোধ করেছিলাম। অন্তত একটা ম্যাচও খেলতে বলেছিলাম। যাতে ওকে সংবর্ধনা জানাতে পারি। কিন্তু ওর ভাবনা এটাই সেরা সময় অবসরের। সিদ্ধান্ত পরিবর্তনে রাজি নয়।”
advertisement
প্রসঙ্গত, অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনার জার্সি গায়ে মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট গোলের সংখ্যা ৩১টি। যার মধ্যে তিনটি ফিনালিসিমা, কোপা আমেরিকা এবং বিশ্বকাপের ফাইনালে এসেছে। তিনটিই ম্যাচ উইনিং গোল। এছাড়াও আর্জেন্টিনার বহু যুদ্ধ জয়ের সাক্ষী ডি মারিয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2024 5:54 PM IST